#ডোমজুড়: বাংলার ভোট শুরু হওয়ার ঠিক এক দিন আগে বাংলাদেশে পা রেখেছেন নরেন্দ্র মোদি। করোনাা পর্বের পরে এটায় তাঁর প্রথম বিদেশ সফর। মধ্য হাওড়ার নির্বাচনী সভা থেকে সেই সফরের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার প্রশ্ন. বাংলার ভোটের মধ্যে কেন বাংলাদেশ গেলেন ? তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী বাংলাদেশে গিয়ে ভোটের রাজনীতি করছেন।
আজ ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের জন্মস্থানে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একই সঙ্গে ওড়াকান্দির মতুয়া সমাজের উন্নয়নে একগুচ্ছ ঘোষণা করেছেন নরেন্দ্র মোদি৷ ঘটনাচক্রে এ দিনই পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ পর্ব শুরু হল৷
ওড়াকান্দিতে বক্তব্য রাখার শুরুতেই এ দিন প্রধানমন্ত্রী দাবি করেন, ভারতে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষ ওড়াকান্দিতে এসে যে আবেগ অনুভব করেন, সেই অনুভূতি তাঁরও হচ্ছে৷ নরেন্দ্র মোদি দাবি করেন, ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসেও ওড়াকান্দি আসার ইচ্ছে ছিল তাঁর৷ কিন্তু সেবার আসা না হলেও এ দিন সেই দীর্ঘদিনের বাসনা পূর্ণ হল৷ পশ্চিমবঙ্গের ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়ির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী৷ তাঁর কথায়, ঠাকুরনগরে যখন এসেছিলেন, সেই সময় বড়মা বীণাপানি দেবী তাঁকে মায়ের মতো আশীর্বাদ করে আপন করে নিয়েছিলেন৷ যে ঘটনা তাঁর জীবনের অন্যতম মূল্যবান মুহূর্ত বলেও দাবি করেন প্রধানমন্ত্রী৷
এই ঘটনাকেই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে বিধিভঙ্গ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের ব্যখ্য়ায়, এ রাজ্যের ৮৪টি কেন্দ্রে মতুয়া ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ভোটপর্বে মোদির মতুয়া অধ্যুষিত ওড়াকান্দিতে যাওয়াটা তাই নিছকই কাকতালীয় ঘটনা নয় বরং কাটাতারের ওপারের মতুয়াদের প্রতিশ্রুতি দেওয়া এপারের মতুয়াদেরও প্রভাবিত করতে পারে। সেই কারণেই বিষয়টিকে বাঁকা চোখে দেখছে তৃণমূল।
বিজেপি অবশ্য বলছে মমতা যা বলছেন তা যুক্তিগ্রাহ্য নয়। হারের ভয় থেকেই তিনি এমন অভিযোগ আনছেন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee, Narendra Modi, West Bengal Assembly Election 2021