#বাঁকুড়া : বাঁকুড়ার শালতোড়া বিধানসভা কেন্দ্র থেকে একুশের নির্বাচনে দঁড়িয়েছেন বিজেপির 'দরিদ্রতম' প্রার্থী চন্দনা বাউরি। তিলাবেদ্যার সভা থেকে সেই চন্দনার নাম তুলেই দিদিকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনের সভায় মোদি বলেন "দিদি, আমার মুখ দেখতে ভাল না লাগলেও আগামীদিনে চন্দনাদের মুখ দীর্ঘ সময় দেখতে হবে আপনাকে। তাঁর বক্তব্যের সমর্থনে যুক্তি দেখিয়ে মোদি বলেন, "চন্দনারাই বাংলার উন্নয়ের আগামীদিনের মুখ। ২০২১ এর পর তাঁরাই স্বপ্ন দেখাবে বাংলার মানুষকে।"
প্রসঙ্গত, চন্দনা বাউরি ২০২১ এর নির্বাচনে বাঁকুড়ার শালতোড়া বিধানসভার নির্বাচিত বিজেপি প্রার্থী। তাঁর হলফনামা বলছে, চন্দনার মোট স্থাবর সম্পত্তি ৩১ হাজার ৯৮৫ টাকা। স্বামী শ্রাবণ বাউরি পেশায় দিনমজুর। দুজনের স্থাবর সম্পত্তি ৩০ হাজার ৩১১ টাকা। মনোনয়ন দাখিল করার সময় চন্দনা বাউরি তাঁর হলফনামায় জানিয়েছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন মাত্র ৬ হাজার ৩৩৫ টাকা আছে। পেশায় দিনমজুর শ্রাবণের সংসার চলে রাজমিস্ত্রীর কাজ করে। কাজ থাকলে দিনে ৪০০ টাকা উপার্জন করেন তিনি।
তৃণমূলের দেওয়াল লিখনকে হাতিয়ার করে এদিন মমতাকে আক্রমণ করেন মোদি। আক্রমণাত্মক মোদি বলেন, "দেখলাম দিদি ছবিতে আমার মাথায় পা রেখেছেন। দিদি, আমার মাথায় পা রাখলেও উন্নয়নে লাথি মারতে দেব না আপনাকে"। একইসঙ্গে, '২ মে দিদি যাচ্ছেন, উন্নয়ন আসছে' বলেও তোপ দাগেন নরেন্দ্র মোদি।
রবিবার বাঁকুড়ার সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। গোটা জেলা থেকে প্রধানমন্ত্রীর সভায় হাজির হন বিজেপি কর্মীরা। এদিন হেলিকপ্টারে বাঁকুড়ায় পৌঁছে গাড়ির দরজা আংশিক খুলে মানুষের অভিবাদন গ্রহণ করতে করতে মঞ্চে পৌঁছন প্রধানমন্ত্রী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bankura, Mamata Bandopadhyay, Narendra Modi