#বাঁকুড়া: আসল পরিবর্তন আসবে বলে বারবার রাজ্যে এসে দাবি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এবার বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে এসে মোদি দাবি করলেন, '২ মে দিদির বিদায় হচ্ছেই। আর আসল পরিবর্তন আসছেই। বাংলা এবার এমন সরকার পেতে চলেছে, যারা সব দুর্নীতিবাজকে জেলে ঢোকাবে। বাংলায় এমন একটা সরকার আসছে, যারা পাইপয়সা পর্যন্ত মানুষের কাছে পৌঁছে দেবে।'
বাঁকুড়ার গত লোকসভা নির্বাচনে বিপুল সাফল্য পেয়েছে বিজেপি। সেই কথাও এদিন সুকৌশলে মনে করিয়ে দিয়েছেন মোদি। বলেন, 'লোকসভার সময় যখন আমি এখানে এসেছিলাম, তখন দিদি কীই না করেছিলেন, অনেক কষ্টে মিছিল করেছিলাম, মানুষকে ভয় দেখাচ্ছিলেন। কিন্তু মানুষ চুপচাপ বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছিল। এবারও তাই হবে। বাংলার মানুষ স্থির করে ফেলেছেন, ২ মে দিদি যাচ্ছে, আর আসল পরিবর্তন আসছে।'
নতুন স্লোগান দিয়ে মোদি বলেন, 'স্কিমে চলে বিজেপি, আর স্ক্যামে চলে তৃণমূল। আর যেখানেই স্কিম রয়েছে, সেখানেই স্ক্যাম করেছে তৃণমূল। বিজেপি এলে মায়ের পূজা হবে, মানুষের সম্মান হবে বাংলায়।' মমতাকে নিশানা করে মোদির কটাক্ষ, 'আপনি যদি ১০ বছর আগে এই রূপ দেখাতেন, তা হলে বাংলায় আপনার সরকার হত না। রাজ্যের মানুষ তৃণমূলকে ভোটে শিক্ষা দিতে চায়, এটা দেখে দিদি ঘাবড়ে গিয়েছেন।'
এদিন মমতার উদ্দেশে মোদির আক্রমণ, 'আমি যতই দিদিকে প্রশ্ন করি, ততই উনি আমার উপরে ক্ষুব্ধ হন। উনি আমার চেহারা পছন্দ করেন না। কিন্তু দিদি আমার মুখ না দেখতে চাইলেও বিজেপি কর্মীদের, নেতাদের মুখ আপনাকে দেখতে হবেই। গত ১০ বছরে দিদি রাজ্যবাসীর সঙ্গে খেলেছেন, তাতেও আপনার মন ভরেনি? এখনও বলছেন খেলা হবে! না দিদি, এ বার বাংলায় খেলা শেষ হবে, বিকাশ আরম্ভ হবে।'
দুর্নীতিবাজদের জেলে ঢোকানোর মোদির আশ্বাস নিয়ে যদিও ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক মহলের প্রশ্ন, সারদা-নারদার মতো দুর্নীতিতে অভিযোগের আঙুল ওঠা শুভেন্দু অধিকারী, মুকুল রায়রা এখন বিজেপি নেতা। ক্ষমতায় এলে তাঁদের বিরুদ্ধেও কি ব্যবস্থা নেবেন মোদি, নাকি ভোটের আগে এটা শুধুই আশ্বাস হয়ে থেকে যাবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee, Narendra Modi, West Bengal Assembly Election 2021