Home /News /south-bengal /

শান্ত জঙ্গলমহল, ১০ বছর পর পুরুলিয়া থেকে বিদায় নিচ্ছে নাগা বাহিনী

শান্ত জঙ্গলমহল, ১০ বছর পর পুরুলিয়া থেকে বিদায় নিচ্ছে নাগা বাহিনী

পুরুলিয়ায় নাগা বাহিনীর ক্যাম্প৷

পুরুলিয়ায় নাগা বাহিনীর ক্যাম্প৷

গত আট বছরে পুরুলিয়া জেলায় সেভাবে মাওবাদী কার্যকলাপ না থাকায় ধীরে ধীরে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা কমানো হতে থাকে।

  • Share this:

#পুরুলিয়া: পুরুলিয়ার জঙ্গলমহল থেকে বিদায় নিল নাগা বাহিনী। প্রায় দশ বছর বছর আগে পাহাড় অরণ্য সঙ্কুল পুরুলিয়ার অযোধ্যা এলাকায় মাওবাদী দমনের জন্য নিয়োগ করা হয় নাগাল্যান্ড আর্মড পুলিশের এই বিশেষ বাহিনীকে। তারপর থেকে পুরুলিয়ার জঙ্গলমহলে মাওবাদী দমনে বিশেষ ভূমিকা পালন করেছিল এই বাহিনী। তবে গত আট বছরে পুরুলিয়া জেলায় সেভাবে মাওবাদী কার্যকলাপ না থাকায় ধীরে ধীরে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা কমানো হতে থাকে। অবশেষে বিদায় নিল নাগা বাহিনীও।

পুরুলিয়ার বলরামপুরের খুনটাঁড় গ্রামে ২০১১ সালের ১৪ নভেম্বর মাওবাদীদের হাতে খুন হন তৃণমূল নেতা বাঁকু ও রমেশ সিং সর্দার। মাওবাদীদের দ্বারা এটিই ছিল শেষ হত্যার ঘটনা। বিশেষ সূত্রে জানা গিয়েছে পুরুলিয়ার জঙ্গলমহলের বলরামপুর, বাঘমুণ্ডি, আড়শা ও কোটশিলা এলাকায়  ৬ কোম্পানি নাগা বাহিনী মোতায়েন ছিল।  তারাই এবার ফিরে যাচ্ছে৷

তবে নাগা বাহিনী ফিরে গেলেও পুরুলিয়ায় সিআরপিএফ-এর বাহিনী আসছে৷ জেলা পুলিশ সূত্রে খবর, দুই কোম্পানি সিআরপিএফ-এর বাহিনী পুরুলিয়ায় মোতায়েন করা হচ্ছে৷এই মুহূর্তে বান্দোয়ানেও সিআরপিএফ-এর বাহিনী মোতায়েন করা রয়েছে৷

Indrajit Mondal

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Jangalmahal, Purulia

পরবর্তী খবর