শান্তিপুর: দেখতে খারাপ, অনেক দেখাশোনা করেও হয়না মেয়েদের পছন্দ। বিয়ের দেখাশোনা করতে গিয়ে বারেবার ধাক্কা খাওয়ায় মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক যুবক। জানা যায়, মৃত যুবকের নাম শংকর পাল। বয়স ৩০ বছর। বাড়ি শান্তিপুর হরিপুর পালপাড়ায়। প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, ওই যুবক মৃৎশিল্পীর কাজ করত, সারাদিনে পরিশ্রম করে হাতে পেতো ৩০০ থেকে ৪০০ টাকা তাই দিয়ে কোনরকম সংসার চলত যুবকের।
প্রতিবেশীদের দাবি, ওই যুবকের বিয়ের জন্য একাধিকবার দেখাশোনা করা হয়, কিন্তু কোনও মেয়েই ওই যুবককে পছন্দ করত না। তাই বারেবারে সম্বন্ধ ফিরে চলে যেত। একাধিকবার এই ঘটনা ঘটে যাওয়ায় দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল যুবক। এদিন সকালে পরিবার লক্ষ্য করে ঘরের ভেতরেই ওই যুবক ঝুলন্ত অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। স্বভাবতই মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে যুবকের পরিবার। এছাড়াও শোকের ছায়া নেমে আসে এলাকায়। অন্যদিকে মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। এ ছাড়াও ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
এ বিষয়ে ওই এলাকার এক স্থানীয় বাসিন্দা মহাদেব ভৌমিক বলেন, বেশ কিছুদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন ওই যুবক। দীর্ঘদিন ধরে চেষ্টা করার পরেও একাধিকবার দেখাশোনা করেও বিয়ে হচ্ছিল না। সেই কথা প্রায়সই প্রতিবেশীদের জানাতো সে। কিন্তু এমন ঘটনা ঘটাবে কেউ বুঝে উঠতে পারেনি। চিৎকার চেঁচামেচিতে সবাই বুঝতে পারে আত্মঘাতী হয়েছে। এরপর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nadia news