corona virus btn
corona virus btn
Loading

নগদ টাকা, সোনার গয়না রাস্তায় কুড়িয়ে পেয়ে ফিরিয়ে দিলেন ব্যাগ কারখানার কর্মী

নগদ টাকা, সোনার গয়না রাস্তায় কুড়িয়ে পেয়ে ফিরিয়ে দিলেন ব্যাগ কারখানার কর্মী
representative image
  • Share this:

#নদিয়া: পৃথিবী খারাপ লোকে যেমন ভরে গিয়েছে, তেমনি ভাল, মহানুবব লোকেরও অভাব নেই! সম্প্রতি নদিয়ার ধানতলা থানার পুরাতন চাপরা এলাকায় ঘটে যাওয়া ঘটনাটি আরেকবার তা প্রমাণিত করল। সোনার গয়না ও নগদ টাকা সহ প্রায় দেড় লক্ষ টাকার সামগ্রী রাস্তায় কুড়িয়ে পেয়ে ফেরত দিলেন কাপড়ের ব্যাগ তৈরীর কারখানার এক কর্মী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় ।

জানা গিয়েছে ধানতলা থানার পানিখালী এলাকায় শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়িতে যাচ্ছিলেন বছর ৩২-এর গৃহবধূ সুনয়নী সরকার। মাঝে চাপরা এলাকায়, বাড়ির থেকে খানিকটা আগে বাস থেকে নেমে তিনি ভাইয়ের মোটরবাইকে চেপে নিজের বাড়িতে যাচ্ছিলেন । বাড়িতে গিয়ে দেখেন তার গয়নার ব্যাগটি উধাও! পরে বিস্তর খোঁজাখুঁজির পর ব্যাগটি ফেরত ফিরে পান সুনয়নী। জানা গিয়েছে, বাস থেকে নেমে যে রাস্তা ধরে তিনি বাড়ি গিয়েছিলেন, অসাবধানতাবসত সেই রাস্তাতেই ব্যাগটি পড়ে গিয়েছিল। স্থানীয় একটি কাপড়ের ব্যাগ তৈরি কারখানার কর্মী সুবোধ সরকার ব্যাগটি কুড়িয়ে পেয়ে ফিরিয়ে দেন সুনয়নী সরকারকে।

First published: May 17, 2019, 3:07 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर