#নদিয়া: কর্মী ছাঁটাই নয়, স্থায়ীকরণ করোনা আবহে, নজীরবিহীন ঘটনা বলে দাবী তৃণমূল ট্রেড ইউনিয়নের, নদিয়ার কল্যাণী শিল্প তালুকের একটি কারখানায় ১০০ শ্রমিককে স্থায়ীকরণ করল কারখানা কর্তৃপক্ষ ৷
নদিয়ার কল্যাণী শিল্প তালুকের গয়েশপুরে বেসরকারি কারখানার শ্রমিকদের স্থায়ীকরণ কারখানা কর্তৃপক্ষের। ১৯৬ জন শ্রমিককে পর্যায়ক্রমে স্থায়ী করার অনুমতি কারখানা কর্তৃপক্ষের। ইতিমধ্যেই ১০০ জন শ্রমিককে স্থায়ী করার অনুমতি দিলো কারখানা কর্তৃপক্ষ। এর মধ্যে ৫০ জন সরাসরি স্থায়ী কর্মী ও ৫০ জন ক্যাজুয়াল কর্মী হিসেবে অনুমতি দিল কারখানা কর্তৃপক্ষ।
বাকিদের পর্যায়ক্রমে স্থায়ী করা হবে, দাবি তৃণমূল ট্রেড ইউনিয়নের। করোনা আবহের মধ্যে লকডাউন এর জন্য বিভিন্ন সংস্থার কর্মী সংকোচন চলছে। কিন্তু নদিয়ার কল্যাণী শিল্প তালুকের এই কারখানার এই সময়কালে শ্রমিকদের স্থায়ীকরণ নজিরবিহীন ঘটনা বলে মনে করছে তৃণমূল ট্রেড ইউনিয়ন আইএনটিটিইউসি। কর্মী ছাঁটাই নয় কর্মীদের স্থায়ীকরণের দিকেই নজর দিল কারখানা কর্তৃপক্ষ। আর এই সিদ্ধান্তে খুশি শ্রমিক থেকে ট্রেড ইউনিয়ন।
#রিপোর্ট: রঞ্জিত সরকার
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nadia