#শান্তিপুর: নদিয়ার শান্তিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণার ২১ দিনের মাথায় নির্বাচনে পরাজয়ের দায় শিকার করে বিজেপির নদিয়া দক্ষিণ জেলার সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন অশোক চক্রবর্তী।
আরও পড়ুন: দিলীপ ঘোষের কাছে 'ভিক্ষা', সুকান্ত মজুমদারের 'স্বাগত'! সব নজর দিল্লিতে
পদত্যাগ প্রসঙ্গে অশোক চক্রবর্তীর সাফাই, শান্তিপুর বিধানসভা উপনির্বাচনে দল প্রত্যাশিত ফলাফল করতে পারেনি। দলীয় জেলা সভাপতি হিসেবে তার দায় নিয়ে নেওয়া। সেই দৃষ্টিভঙ্গি থেকেই পদত্যাগ করা। দলীয় কোনো কারণ নেই। অশোক চক্রবর্তী পদত্যাগ প্রসঙ্গে নদিয়া রানাঘাট জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর দীপক বসু কটাক্ষ করে বলেন, ''এর আগেও অশোক চক্রবর্তী তিন-চারবার পদত্যাগের নাটক করেছিলেন। শান্তিপুরে লজ্জাজনকভাবে হারার জন্য বিধানসভা ভোটে বিজেপি জয়লাভ করেছিল ১৬ হাজার ভোটে। তার ঠিক ৫ মাসের মাথায় সেই আসনে উল্টে ৬৪ হাজার ভোটে হেরেছে। শুধু শান্তিপুরের আসন নয় খড়দহ, দিনহাটা, গোসাবা এই চারটে আসনেই গোহারা হেরেছে। তাহলে ওদের চারটে জেলার সভাপতিকেই পদত্যাগ করতে হয়। এবং রাজ্যের সভাপতিকেও পদত্যাগ করতে হয়। সবে শুরু, এরপর পৌরসভা নির্বাচন তখন একে একে ওদের পদত্যাগ করতে করতে সবই সারা হয়ে যাবে। কেউ আর থাকবে না।''
আরও পড়ুন: ডিসেম্বরেই বঙ্গ BJP-তে বিরাট রদবদল, রাজ্য কমিটিতে থাকছে বড় চমক!
অন্যদিকে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এই প্রসঙ্গে কোন মন্তব্য করতে চাননি।বিজেপি জেলা সভাপতির পদত্যাগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক সমালোচনা আলোচনা, একইসঙ্গে বিড়ম্বনা বাড়ছে বিজেপি-র।
---রঞ্জিত সরকার
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal BJP, BJP, Sukanta Majumdar