#হাওড়া: হাওড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশে বড়সড় রদবদল করল নবান্ন৷ হাওড়া শহরের নতুন পুলিশ কমিশনার করা হল প্রবীণ ত্রিপাঠীকে৷ হাওড়ার গ্রামীণ এলাকার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হল সাথী ভাঙ্গালিয়াকে৷
প্রবীণ ত্রিপাঠী কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনারের দায়িত্বে ছিলেন৷ স্বাতী ভাঙ্গালিয়াও কলকাতা পুলিশের সাউথ ওয়েস্ট ডিভিশনের ডিসিপি পদে ছিলেন৷ দু' জনকে অবিলম্বে হাওড়ায় গিয়ে নতুন দায়িত্ব বুঝে নিতে নির্দেশ দেওয়া হয়েছে৷
আরও পড়ুন: সনিয়া, সীতারাম সহ ২২ জনকে চিঠি! রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী ঐক্যে তৎপর মমতাঅন্যদিেক হাওড়া পুলিশ কমিশনারেটের বর্তমান কমিশনার সি সুধাকরকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে৷ হাওড়া গ্রামীণ এলাকার পুলিশ সুপার সৌম্য রায়কে কলকাতা পুলিশের সাউথ ওয়েস্ট ডিভিশনের ডিসিপি হিসেবে নিযুক্ত করা হয়েছে৷
হাওড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজই নবান্নে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী৷ বৈঠকে যোগ দিয়েছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা এবং এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম৷ এই বৈঠকের পরই তড়িঘড়ি হাওড়া পুলিশে রদবদলের নির্দেশ জারি করা হয়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।