#ডোমকল: হস্টেলের ঘরে রহস্যজনক ভাবে মৃত্যু হল এক যুবকের! ঘটনাটি ঘটেছে ডোমকল থানার আল-ইসলা মিশনের হোস্টেলে। মৃত যুবকের নাম সামিম আখতার। ২৬ বছরের সামিম রানিনগর থানার লালচাদাবাদ গ্রামের বাসিন্দা।
সামিমের পরিবারের সূত্রে জানা গিয়েছে, ডোমকল থেকে বিএড কোর্স করছিলেন সামিম। পাশাপাশি, আল-ইসলা মিশনে শিক্ষকতাও করতেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, বুধবার সাড়ে ১১ টা নাগাদ হস্টেলের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সামিম আখতার। ঘর থেকে উদ্ধার হয়েছে সুসাইড নোট।
তবে, পুলিশ তদন্ত জারি রেখেছে। সামিমের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, একটি মেয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। প্রায় সবসময়ই ফোনে কথা বলতে ব্যস্ত থাকতেন সামিম। কিন্তু প্রেমের সম্পর্কের কারণেই কি আত্মহত্যা? নাকি আদৌ আত্মহত্যা নয়! খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন-বেআইনি ভাবে ব্যবহৃত বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধার
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Domkol, Hostel Room, Myterious death, South Bengal, Young Man