#বর্ধমান: দামোদরের (Burdwan News)চরে জোড়া হেলিকপ্টার! তা নিয়ে জমাট রহস্য জেলা জুড়ে। রবিবার এসেছিল একটি হেলিকপ্টার। খুব নীচ দিয়ে এলাকা রেইকি করে চলে যায়। কেন হেলিকপ্টার এসে এলাকার উপর দিয়ে এ ভাবে ঘুরপাক খাচ্ছে, তা নিয়ে এলাকার বাসিন্দাদের মনে চরম কৌতূহল তৈরি হয় (Helicopters at Burdwan)।
এর পর সোমবার ফের একই ঘটনা। কান ফাঁটানো শব্দে এলাকা কাঁপিয়ে উড়ে আসে জোড়া হেলিকপ্টার। এবার আর ঘুরে চলে যাওয়া নয়, এলাকায় ঘুরপাক খাওয়ার পর জোড়া হেলিকপ্টার নামে গলসির দাদপুরে দামোদরের চরে। এর পর সেখান থেকে নেমে আসে বেশ কয়েক জন। কিছুক্ষণ এলাকায় ঘোরাঘুরির পর তাঁরা ফের ঢুকে পরেন হেলিকপ্টারে। এরপ র উড়ে যায় হেলিকপ্টার দু'টি। বার বার হেলিকপ্টার ওঠানামায় চিন্তিত এলাকার বাসিন্দারা।
আরও পড়ুন: মাওবাদীদের অর্থ জোগানের অভিযোগ, সল্টলেক থেকে এনআইএ-র জালে ঝাড়খণ্ডের ব্যবসায়ী
এলাকার বাসিন্দারা বলছেন, বেশ কিছু দিন আগে একবার একটি হেলিকপ্টার নেমেছিল। তার পর আবার এই ঘটনা। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে জেলা পুলিশের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে যান। ছিলেন গলসি থানার পুলিশ অফিসাররাও। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকার বাসিন্দাদের কাছ থেকে ঘটনার বিবরণ শোনেন। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, কারা কী কাজে ওই হেলিকপ্টারে এসেছিল তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: বাসে- ট্রেনে সাবধান, ওৎ পেতে আছে মহিলা গ্যাং, আতঙ্ক বর্ধমানে
এলাকার বাসিন্দারা বলছেন, ভোটের মরশুমে হামেশাই হেলিকপ্টার উড়ে যেতে দেখা যায়। নেতানেত্রীরা তখন এদিক ওদিক হেলিকপ্টারে প্রচারে যান। কিন্তু রবিবার এত নিচু দিয়ে হেলিকপ্টার আসায় সন্দেহ হয়েছিল। সোমবার জোড়া হেলিকপ্টার নামায় আরও রহস্য ঘনায়। উৎসাহীদের অনেকেই মোবাইল ফোনে উড়ন্ত হেলিকপ্টারের ছবিও তোলেন।
এর পর আবার পুলিশ খোঁজ খবরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এখন কী উদ্দেশ্যে কেন এই হেলিকপ্টার এসেছিল, তা নিয়ে বাসিন্দাদের মুখে নানা মত ঘুরছে। এলাকার বাজারে, চায়ের দোকানে তা নিয়ে জোর আলোচনা চলছে। বাসিন্দারা বলছেন, ফাঁকা নদীর চরে এভাবে হেলিকপ্টার নেমে আসায় চিন্তিত অনেকেই। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তাতে কী উঠে আসে, সেটাই এখন জানতে আগ্রহী সবাই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Burdwan, Purba bardhaman