হোম /খবর /দক্ষিণবঙ্গ /
ঘর থেকে শিক্ষকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার, মুখে কুলুপ মৃতের পরিবারের

North 24 Parganas News: ঘর থেকে শিক্ষকের  রহস্যজনক মৃতদেহ উদ্ধার, মুখে কুলুপ মৃতের পরিবারের

Teacher Suicide: সকালে অনেকবার ডাকাডাকির পরও সাড়া ছিল না। পরে দেখা যায়, ফ্যানে ঝুলছে শিক্ষকের দেহ।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    বসিরহাটঃ ঘর থেকে শিক্ষকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার, মুখে কুলুপ মৃতের পরিবারের। উত্তর ২৪ পরগনা বসিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নৈহাটি পাড়ার এলাকার ঘটনা

    বছর ৫২ এর কৃষ্ণপ্রসাদ মজুমদার সোমবার রাতে খাওয়া দাওয়ার পরে নিজের ঘরে চলে যায়। মঙ্গলবার সকালে অনেকবার ডাকাডাকি করতে সাড়া না দেওয়ায়, পরিবারের লোকেরা দরজা ভেঙে দেখেন ঘরের পাখার সঙ্গে ঝুলছে শিক্ষকের দেহ।

    আরও পড়ুন- বয়সকে থোড়াই কেয়ার, ৭২ -র মন্ত্রী সাইকেল রিক্সা চালালেন , রইল ভিডিও

    তাঁকে উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নৈহাটি পাড়ায়।

    আরও পড়ুন- কলকাতার রসগোল্লা, শক্তিগড়ের ল্যাংচা ফেল! কামাল করছে লালুর ম্যাচা সন্দেশ

    ঠিক কী কারণে এই ঘটনা! আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোন কারণ আছে! সবটাই তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। শিক্ষকের মৃত্যুর ঘটনায় মুখ খুলতে চাইছে না তাঁর পরিবারের লোকজন।

    জুলফিকার মোল্যা

    First published:

    Tags: Suicide