Home /News /south-bengal /
Hooghly News: পেট ফালাফালা করে চেরা! চন্দননগরে বাইকারের রহস্যমৃত্যু, উধাও বন্ধু

Hooghly News: পেট ফালাফালা করে চেরা! চন্দননগরে বাইকারের রহস্যমৃত্যু, উধাও বন্ধু

নিহত সুমন মাজি৷

নিহত সুমন মাজি৷

চন্দননগর সুরেরপুকুর এলাকার সুমন বাইক চালাতে ভালবাসতেন৷ নিজের বাইক নিয়ে দেশের বিভিন্ন দুর্গম এলাকায় ঘুরে সফর করে নির্বিঘ্নে ফিরে এসেছেন সুমন৷

 • Share this:

  #চন্দননগর: পাহাড়, পর্বতে দাপিয়ে বেড়াতেন নিজের বাইক নিয়ে৷ সেই বাইকারের রহস্য মৃত্যু হল চন্দননগরে (Chandannagore) নিজের বাড়ির কাছে! নিহত যুবকের নাম সুমন মাজি৷ পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পোলবা থানা এলাকার রাজহাটে দিল্লি রোডের উপরে বাইক নিয়ে দুর্ঘটনার (Accident News) কবলে পড়েন সুমন৷ যদিও পুলিশের এই দাবি মানতে নারাজ সুমনের পরিবার৷ এই ঘটনায় নিহত যুবকের এক বন্ধুর ভূমিকা নিয়েও রহস্য দানা বেঁধেছে৷

  চন্দননগর সুরেরপুকুর এলাকার সুমন বাইক চালাতে ভালবাসতেন৷ নিজের বাইক নিয়ে দেশের বিভিন্ন দুর্গম এলাকায় ঘুরে সফর করে নির্বিঘ্নে ফিরে এসেছেন সুমন৷ দক্ষ বাইকার হিসেবে এলাকায় পরিচিতিও লাভ করেছিলেন সুমন৷

  সুমনের পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে বন্ধু হাবুল খাঁ তাঁকে তাঁর বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর পর বাড়ির লোক বহুবার ফোন করলেও সুমনকে ফোনে পায়নি৷ ফোনের রিং হলেও কেউ ফোন ধরেনি৷ পরবর্তীকালে ফোনও বন্ধ হয়ে যায়৷

  তারপর হঠাৎ বাড়ির লোকের কাছে সকালে তাঁর অন্য এক বন্ধুর কাছ থেকে খবর পায় সুমন চুঁচুড়া হাসপাতালে ভর্তি। সেখানে পৌঁছলে বাড়ির লোক দেখে সুমনের পেট ফালাফালা করে চেরা, ঘাড় গলা কাটা। পোলবা থানার তরফে জানানো হয়, জানতে পারে রাজহাট দিল্লি রোডে বাইক অ্যাক্সিডেন্ট করে পড়েছিলেন সুমন। পুলিশ উদ্ধার করে তাঁকে চুঁচুড়া সদর হাসপাতালে ভর্তি করে। পরবর্তীকালে বহু চেষ্টা সত্ত্বেও সুমন মারা যায়।

  সুমনের পরিবারের প্রশ্ন, দক্ষ বাইক চালক সুমন কী করে এমন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল? আর দুর্ঘটনা ঘটলে পেট ফালাফালা করে চেরা থাকবে কেন? পাশাপাশি হাবুল নামে যে বন্ধু তাঁকে ডেকে নিয়ে গিয়েছিল, তার কোনও খোঁজ নেই কেন? সুমনের পরিবারের তরফে পোলবা থানায় অভিযোগ দায়ের করেছে। এখনও পর্যন্ত বন্ধু হাবুল পলাতক রয়েছে। সুমনের রহস্যমৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

  Saikat Biswas

  Published by:Debamoy Ghosh
  First published:

  Tags: Hooghly

  পরবর্তী খবর