পশ্চিম বর্ধমান : আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় তদন্তভার নিল সিআইডি। রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ অর্থাৎ ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের আধিকারিকরা ছাত্রী মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে।
অভিযোগ আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের আদিবাসী সম্প্রদায়ের ওই ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রীর পরিবার পরিজন-সহ অনেকেই দোষীদের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যেই ঘটনার তদন্ত শুরু করল সিআইডি।
আরও পড়ুন: ডাবল ধামাকা! হু হু করে ঠান্ডা হবে ঘর! এই Portable এসি জ্বালাবে আলোও! দামও দুর্ধর্ষ সস্তা!
জানা গিয়েছে, আসানসোলে ইঞ্জিনিয়ারিং ছাত্রী খুনের ঘটনায় শুক্রবার তদন্তভার নিয়েছে সিআইডি। এদিন সিআইডির তদন্তকারী দল ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। খুনের ঘটনায় জড়িত সন্দেহে দুই অভিযুক্তকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল ঘুরে দেখে সিআইডির তদন্তকারী দল। অন্যদিকে নিহত ছাত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সিআইডি। তদন্তকারী দল ঘটনাস্থলে এসে একটি পুকুরে নিহত ছাত্রীর মোবাইলের খোঁজে তল্লাশি চালায়।
উল্লেখ্য, ইতিমধ্যেই আসানসোলের হিরাপুর থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। খুনের ঘটনায় তদন্ত নেমে নিহত ছাত্রীর তিন বন্ধুকে ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, বার্নপুরের এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী গত সোমবার থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। বছর ২২ এর ওই ছাত্রীর মৃতদেহ হিরাপুর থানা এলাকার নিউটাউন থেকে উদ্ধার করা হয়। দেহটি উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠায়।
আরও পড়ুন: হাওড়া স্টেশনে নেই কেন '১৬ নম্বর' প্ল্যাটফর্ম? বিরাট রহস্য ফাঁস! শুনলে তাজ্জব হয়ে যাবেন!
অন্যদিকে, মৃত ছাত্রীর পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এরপর অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আন্দোলনে নামে আদিবাসী সম্প্রদায়ের মানুষ। হিরাপুর থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। ঘটনাস্থলে ছুটে আসেন ডিসিপি অভিষেক গুপ্তা। এই ঘটনার তদন্তে নেমে মৃত ছাত্রীর তিন বন্ধু সমির মাড্ডি, রোহিত হাঁসদা, সুমিত্রা হেমব্রম নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এবার সেই ঘটনার তদন্তে নামল সিআইডি।
নয়ন ঘোষ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mysterious Death, Student death