মুর্শিদাবাদ: প্রশাসন উদ্যোগ না নেওয়ায় এবার নিজেরাই চাঁদা তুলে রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা। ভগবানগোলা মহিশাস্থল গ্রাম পঞ্চায়েতের রামকান্তপুর পাইকরতলা থেকে কুণ্ডগিরিয়া ধূমবালি যাওয়ার একমাত্র এই মাটির রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। পঞ্চায়েত ও ব্লক অফিসে বার বার জানানো হলেও রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। তাই বাধ্য হয়ে নিজেরাই রাস্তার কাজ শুরু করে দেয় গ্রামবাসীরা। মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে যায় মাটি খোঁড়ার কাজ। রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি গ্রামবাসীরা।
ভগবানগোলা মহিশাস্থল গ্রাম পঞ্চায়েতের রামকান্তপুর পাইকরতলা থেকে কুচগিরিয়া ধূমবালি যাওয়ার একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। মাটির রাস্তা হওয়ায় বর্ষায় জল-কাদা জমে যাতায়াতে অত্যন্ত সমস্যায় পড়তে হত গ্রামবাসীদের। সেটি যাতায়াতের একমাত্র রাস্তা হওয়ায় গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল, রাস্তাটি সংস্কার করে দেওয়ার। তবে পঞ্চায়েতে ও ব্লক অফিসে বার বার অভিযোগ জানানো হলেও রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। গ্রামবাসী বাবলু আখতার বলেন, '' গ্রামবাসীদের যাতায়াতের একমাত্র রাস্তা এটি। এই রাস্তাটি তৈরি হলে প্রায় ২০টি গ্রামের মানুষ উপকৃত হবেন। কিন্তু আমরা বার বার পঞ্চায়েতে জানালেও রাস্তা তৈরির জন্য কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তাই আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে চাঁদা তুলে রাস্তার কাজ শুরু করলাম।'' আরেক গ্রামবাসী সামসুদ্দিন শেখ বলেন, '' এই মাটির রাস্তা দিয়ে বর্ষাকালে এক হাঁটু কাদা জল পেড়িয়ে যাতায়াত করতে খুব সমস্যা হয়। এবার আমরা নিজেরা উদ্যোগ নিয়ে এই রাস্তা তৈরি করছি। আশা করছি, এবার আর গ্রামের মানুষদের কোনও সমস্যা থাকবে না।'' ভগবানগোলার বিডিও পুলককান্তি মজুমদার বলেন, '' এই রাস্তা তৈরির প্রস্তাব ব্লক অফিসে পাঠানো হয়েছিল কী না, তা খতিয়ে দেখা হবে। সরকারি জায়গা হলে এবং রাস্তার প্রয়োজনীয়তা থাকলে পরবর্তীতে রাস্তার কাজ করা হবে।''
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murshidabad