#ডোমকল: স্ত্রীর পরকীয়ায় বাধা দেওয়াই হল কাল! মঙ্গলবার স্বামীর রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ (Murshidabad News)। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের রঘুনাথপুর এলাকার মালি পাড়ায়। ফোনের রং নম্বর থেকে আলাপ হয়েছিল। সেখান থেকেই ধীরে ধীরে তৈরি হয় ঘনিষ্ঠতা। সিনেমার কায়দায় বিয়েও হয়, কিন্তু সে বিয়েও সুখকর হল না! ভালবেসে বিয়ে করার পরও স্ত্রীর পরকীয়া ধরে ফেলায় মৃত্যু হল স্বামী আওয়াল আলীর।
আরও পড়ুন: জলের পাইপ নিয়ে স্পাইডারম্যানের মতোই পৌঁছলেন আগুনের কাছে, বাহবা যুবককে
ঘটনার সূত্রপাত গত দু'দিন আগে(Murshidabad News)। আর তারপরই মঙ্গলবার সকালে বাড়ি থেকে কিছু দূরে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় ওই যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আওয়াল আলী (২৭)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত আওয়ালের এর আগে দু'বার বিয়ে হয়েছিল জলঙ্গীর খয়রামারি এবং রানীনগরের কালীতলায়। প্রথম পক্ষের দশ বছরের একটি পুত্র সন্তানও আছে। আগের দুই স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হবার পরই রং নম্বরে যোগাযোগ হয় ডোমকলের ফকিরাবাদ কুমড়োদহ এলাকার বাসিন্দা সখিনার সঙ্গে। ফোনে পরিচয়ের পর আওয়ালকে ডেকে পাঠান সখিনা। তারপরই জোর করে সখিনা আওয়ালকে বিয়ে করে বলে মৃতের পরিবারের দাবি।
আরও পড়ুন: মিষ্টিপ্রেমীদের জন্য বড় সুখবর, মুখ্যমন্ত্রীর নির্দেশে আবার এক ছাতার তলায় সব মিষ্টি
সখিনা আর আওয়ালের দুই বছরের সম্পর্ক ঠিকঠাক চললেও, হঠাৎ দু'দিন আগে ফোনে অন্য যুবকের সঙ্গে স্ত্রীর দীর্ঘক্ষণ কথাবার্তার কথা জানতে পারায় ফোন কেড়ে নেয় আওয়াল। তারপরেই মঙ্গলবার সকালে আওয়ালের ক্ষতবিক্ষত মৃতদেহ বাড়ির অদূরে এক কলাবাগানে দেখতে পান এলাকাবাসীরা। ঘটনায় অভিযোগের আঙুল ওঠে স্ত্রী সখিনার দিকে। পরিবারের সদস্যরা আটকে রাখে অভিযুক্ত সখিনা বিবিকে। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। আটক করা হয়ছে অভিযুক্ত সখিনা বিবিকে।
Koushik Adhikary
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murshidabad news