হোম /খবর /মুর্শিদাবাদ /
সকালবেলা পোস্ট অফিসের দরজা খুলতেই আঁতকে উঠলেন সবাই! পোস্ট মাস্টারের এ কী অবস্থা?

Murshidabad news: সকালবেলা পোস্ট অফিসের দরজা খুলতেই আঁতকে উঠলেন সবাই! পোস্ট মাস্টারের এ কী অবস্থা?

পোস্ট অফিসের বাইরে গ্রাহকদের বিক্ষোভ৷

পোস্ট অফিসের বাইরে গ্রাহকদের বিক্ষোভ৷

বুধবার সকালে প্রতাপপুর সাব পোস্ট অফিস খুলতেই দেখা যায় পোস্ট মাস্টার প্রদ্যুৎ তিওয়ারির ঝুলন্ত দেহ।

  • Local18
  • Last Updated :
  • Share this:

হরিহরপাড়া: গ্রাহকদের টাকা আত্মসাতের অপবাদে পোস্ট অফিসের মধ্যেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী পোস্ট মাস্টার। ঘটনাটি ঘটেছে বুধবার হরিহরপাড়া থানার প্রতাপপুর সাব পোস্ট অফিসে। মৃতের নাম প্রদ্যুৎ তিওয়ারি(৫২)।

উদ্ধার হয় তাঁর লেখা সুইসাইড নোট। তবে মৃত্যুর খবর জানাজানি হতেই গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে পোস্টমাস্টারের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকে গ্রাহকেরা। খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। প্রায় ঘণ্টা চারেক পর দেহ বের করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ।

আরও পড়ুন:  আবারও সাগরদিঘি, বাম-কংগ্রেস জোটের সামনে ফের ধরাশায়ী তৃণমূল 

বুধবার সকালে প্রতাপপুর সাব পোস্ট অফিস খুলতেই দেখা যায় পোস্ট মাস্টার প্রদ্যুৎ তিওয়ারির ঝুলন্ত দেহ। খবর জানাজানি হতেই ছুটে আসে পরিবারের লোকেরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আর পোস্টমাস্টারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তার বাড়ির সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকে পোস্ট অফিসের গ্রাহকরা। তাঁদের অভিযোগ, পোস্ট অফিসে জমানোর জন্য তাঁরা যে টাকা জমা দিয়েছেন, সেই টাকা আত্মসাৎ করেছেন পোস্টমাস্টার প্রদ্যুত তিওয়ারি। ভুয়ো পাসবই দিয়ে ও নকল সই করে এলাকার সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ৷

আরও পড়ুন: মা হতে গিয়ে চরম সর্বনাশ! মুর্শিদাবাদের গৃহবধূর পরিণতিতে শিউরে উঠতে হয়

টাকা ফেরত দেওয়া না হলে মৃতদেহ ছাড়া হবে না এই দাবি তুলে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রাহকরা। বিক্ষোভকারী শাকিলা বিবি বলেন, 'আমি ৫বছর ধরে বছরে দু' হাজার টাকা করে জমাতাম। কিন্তু সেই টাকা পোস্টমাস্টার  জমা না দিয়ে নিজে আত্মসাৎ করেছেন। এইভাবে কয়েকশো মানুষের টাকা আত্মসা করেছেন ওই পোস্টমাস্টার। আমরা আমাদের টাকা ফেরত চাই।'

বিক্ষোভকারী লালচাঁদ শেখ বলেন, 'আমি ৫০ হাজার টাকা পোস্ট অফিসে জমা করেছিলাম। কিন্তু সেই টাকা জমাই পড়েনি। আমাকে নকল পাসবই দেওয়া হয়েছিল। আমরা টাকা ফেরত চাই। টাকা ফেরত না দেওয়া হলে আমরা মৃতদেহ বাড়ি থেকে বের করতে দেব না।' যদিও উদ্ধার হওয়া সুইসাইড নোটে দেখা যায় প্রদ্যুৎবাবু লিখে রেখেছেন, তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। সাধারণ মানুষের টাকা আত্মসাতের অপবাদে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে সুইসাইড নোটে উল্লেখ করেছেন।

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Murshidabad, Post office