হোম /খবর /দক্ষিণবঙ্গ /
অদ্ভুত কাণ্ড! ছেলে তৃণমূল করে বলে, তাঁর বাড়িতে বোমা ফেলল বাবা! জানুন পুরো ঘটনা

Murshidabad News: তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ির পিছনে পর পর বোমা! বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের শেখপাড়ায়

তৃণমূলের ব্লক সভাপতি শাহ আলম সরকার বলেন, ‘‘পুলিশের কাছে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি। পুলিশই ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিক।’’ জেলা পুলিশ সুপার সুরিন্দর সিং জানান, গোটা ঘটনার তদন্ত হচ্ছে, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন...
  • Local18
  • Last Updated :
  • Share this:

মুর্শিদাবাদ: তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ির পিছনে পর পর বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল রানিনগরের শেখপাড়ায়। থরথর শনিবার গভীর রাতে রানিনগর ২ নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান শেফালি খাতুনের বাড়ির পিছনে বেশ কয়েকটি বোমা ফাটানো হয় বলে অভিযোগ। যদিও এই ঘটনায় প্রধানের স্বামী আনিসুর রহমান অভিযোগ করে তাঁর বাবা জইনুদ্দিন শেখ এই ঘটনা ঘটিয়েছে। রানিনগর থানার পুলিশ জইনুদ্দিন শেখকে গ্রেফতার করে।

রানিনগর ২ নং পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি আনিসুর রহমান ও তাঁর স্ত্রী শেফালি খাতুন ওই পঞ্চায়েতের প্রধান হিসাবে রয়েছে। যদিও আনিসুরের বাবা প্রথম থেকে এলাকায় কংগ্রেস কর্মী হিসাবে পরিচিত। ছেলের সঙ্গে বাবার কোনওরকম যোগাযোগ নেই রাজনৈতিক কারণে। রানিনগর থানার সেখপাড়ার পলিটেকনিক কলেজের পিছনেই আনিসুর ও তার স্ত্রী একসঙ্গে থাকেন। পাশেই তাঁর বাবাও থাকেন। অভিযোগ শনিবার গভীর রাত্রে পর পর কয়েকটি সকেট বোমা ফাটানো হয় বিস্ফোরণের জেরে টিনের চালা উড়ে যায়।

আরও পড়ুন: স্বামীকে ভীতু, কাপরুষ বলে গঞ্জনা দেন স্ত্রী! সেই মহিলা 'নির্মম', বিবাহবিচ্ছেদ চাইতেই পারেন স্বামী, বলল হাইকোর্ট

খবর পেয়েই রানিনগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় ও আনিসুরের বাবা জইনুদ্দিনকে আটক করে নিয়ে যায়। পরে গ্রেফতার করে। আনিসুর রহমান বলেন, ‘‘আমি যেহেতু তৃণমূল করি, বাবা তা মেনে নিতে পারছিল না৷ কংগ্রেস করার জন্য চাপ দিচ্ছিল। তাতে রাজি না হওয়ায় বোম মেরে আমাকে খুন করার চক্রান্ত করেছিল।’’

যদিও জইনুদ্দিন শেখের দাবি, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে পঞ্চায়েত ভোটের আগে মিথ্যা মামলা দিয়ে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাওয়া হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত করলে সঠিক তথ্য উঠে আসবে বলে তাঁর মত।

আরও খবর: সুড়ঙ্গ পথে বউবাজার পেরলো মেট্রো! আর ক'দিন মাত্র অপেক্ষা, তারপরেই গঙ্গা পেরিয়ে হাওড়ায় পৌঁছবে মেট্রোরেল

তৃণমূলের ব্লক সভাপতি শাহ আলম সরকার বলেন, ‘‘পুলিশের কাছে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি। পুলিশই ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিক।’’ জেলা পুলিশ সুপার সুরিন্দর সিং জানান, গোটা ঘটনার তদন্ত হচ্ছে, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Published by:Satabdi Adhikary
First published:

Tags: AITMC, Murshidabad