Murshidabad News: জমি-বিবাদের জের, মুর্শিদাবাদে সেনা জওয়ানের পরিবারের উপর হামলা, আহত ৩

Last Updated:

জমি নিয়ে বিবাদের জেরে রণক্ষেত্রর চেহারা নিল মুর্শিদাবাদ জেলার কান্দি। মারধর করা হল এক সেনাবাহিনীর পরিবারকে

আহত অবস্থায় তিনজনে ভর্তি কান্দি হাসপাতালে 
আহত অবস্থায় তিনজনে ভর্তি কান্দি হাসপাতালে 
মুর্শিদাবাদ: জমি নিয়ে বিবাদের জেরে রণক্ষেত্রর চেহারা নিল মুর্শিদাবাদ জেলার কান্দি। মারধর করা হল এক সেনাবাহিনীর পরিবারকে। কান্দি থানার গোকর্ণ তেঁতুলতলা তেমথা এলাকায় ৫কাঠা জমি নিয়ে একটি পুরনো বিবাদ ফের মাথাচাড়া দেয়। সেই বিবাদের জেরেই ধারাল অস্ত্র দিয়ে এক সেনা বাহিনীর পরিবারের তিনজন সদস্যকে মারধর করার অভিযোগ উঠল গ্রামের বাসিন্দার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত ঘোসবাসপুর এলাকায়। আহত হয়েছেন নুকসানা করিম (৩২), তার কন্যা তানাজ করিম (১৪) ও পুত্র মহারাজ করিম (১৫)।
জানা গিয়েছে, ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত শামিম করিম বর্তমানে দেহরাদুনে কর্মরত। তাঁর স্ত্রী কন্যা ও পুত্র সন্তানকে নিয়ে কান্দির ঘোসবাসপুর এলাকায় থাকেন। অভিযোগ, তেঁতুলতলা তেমথা এলাকায় ৫কাঠা জমি নিয়ে শামিম শেখের বিবাদ তৈরি হয়  রব্বিল শেখ, রিঙ্কু শেখ ও রাজু শেখের পরিবারের সদস্যদের সঙ্গে। অভিযোগ, সেই পুরনো বিবাদের জেরেই শামিম শেখের বাড়িতে ঢুকে তাঁর স্ত্রী ও সন্তানদের ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে রব্বিল শেখ, রিঙ্কু  শেখ-সহ বেশ কয়েকজন। ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন নুকসানা করিম (৩২), তার কন্যা তানাজ করিম (১৪) ও মহারাজ করিম (১৫)। আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কান্দি থানায়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
advertisement
সেনাবাহিনীতে কর্মরত শামিম করিম জানান, ” আমরা দেশ রক্ষার জন্য কাজ করছি। কিন্তু আমাদের বাড়িতে ঢুকেই মারধর করা হচ্ছে। আমরা আমাদের পরিবারকে রক্ষা করতে পারছি না। পুলিশের কাছে আবেদন করব, যাতে দুস্কৃতীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়।”
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: জমি-বিবাদের জের, মুর্শিদাবাদে সেনা জওয়ানের পরিবারের উপর হামলা, আহত ৩
Next Article
advertisement
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
  • রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে.

  • এই সময়ে যানবাহনের বিকল্প রুট হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে.

  • সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস ও লাইটিং সিস্টেমের পরিদর্শন ও সংস্কার কাজ চলবে.

VIEW MORE
advertisement
advertisement