#কান্দি: বৃহস্পতিবার সাত সকালে মুর্শিদাবাদ জেলার কান্দি সাক্ষী থাকল মর্মান্তিক ঘটনার! পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক মোটর চালিত ভ্যান চালকের। অন্য দুর্ঘটনাটি কান্দির দোহালিয়ায়। সেখানে একটি ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে যায় দোকান। ঘটনায় আহত হন দুজন।
জানা যায়, বড়ঞা থানার অন্তর্গত কুমরাই মোড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মৃত যুবকের নাম রাজকুমার মণ্ডল, বয়স ২৪ বছর। পেশায় তিনি প্যান্ডেলে মাইক বাঁধার কাজ করতেন। বুধবার রাতে মাইকের কাজ করার জন্য বড়ঞা থানার আন্দি ও কুমরাই গ্রামে গিয়েছিলেন। জানা গিয়েছে, কাজ সেরে মোটর চালিত ভ্যান নিয়ে ফেরার পথে কুমরাই মোড়ের কাছে, মোটর চালিত ভ্যান উল্টে রাস্তার ধারে পড়ে যান রাজকুমার। এলাকার বাসিন্দা ও সিভিক ভলেন্টিয়ার্সরা তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যান, সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত রাজকুমার মণ্ডলের বাড়ি কান্দি থানার অন্তর্গত বাটি গ্রামেকান্দি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
অন্যদিকে, বৃহস্পতিবার ভোর রাতে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার দোহালিয়া বাইপাসে, কান্দি সাঁইথিয়া রাজ্যে সড়কের ওপর, একটি বেসরকারি হার্ডওয়্যারের দোকানে ঢুকে পড়ে একটি খালি ডাম্পার। এই ঘটনায় ডাম্পারের চালক ও খালাসি গুরুতর আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত দোকান ঘর-সহ দোকানের সমস্ত জিনিস। চালকের চোখে ঘুম চলে আসার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। জানা গিয়েছে, একটি বিদ্যুৎ-এর খুঁটিতে ধাক্কা মেরে হার্ডওয়্যারের দোকানে ঢুকে যায় ডাম্পারটি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কান্দি থানার পুলিশ। দুর্ঘটনার পর উদ্ধার কাজে হাতে লাগান বিদ্যুৎ দফতরের কর্মী ও স্থানীয় বাসিন্দারা।
Koushik Adhikary
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murshidabad