#মুর্শিদাবাদ: স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীসহ মাসের কন্যা সন্তানকে পিটিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে মুর্শিদাবাদ হরিহরপাড়া থানার ছাতিম তলা এলাকায়। মৃতেরা হল পিংকি বিবি (২৩) ও রানি খাতুন। ঘটনার পর থেকেই পলাতক স্বামী মিলন শেখ। হরিহরপাড়া থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। মিলন শেখের বাবা ইমদাদুল শেখকে আটক করেছে।
বুধবার সকাল বেলা থেকেই পিংকির সঙ্গে মিলনের অশান্তি চরমে ওঠে। ছেলে দাদুর বাড়িতে ছিল। অভিযোগ, রাতের বেলায় ঘরের মধ্যে যখন মেয়েটা শুয়েছিল সময় মিলন ঘরে ঢুকে মেয়েকে আছাড় মেরে খুন করে বলে অভিযোগ। এরপর পিংকি বাধা দিতে আসলে তাকে মারধর করে শ্বাসরোধ করে খুন করা হয় বলেও অভিযোগ। পিংকির মা হাসিনা বিবি বলেন, পাশের গ্রামের এক মহিলার সঙ্গে কিছুদিন ধরে সম্পর্ক। তার পরেই আমার মেয়েকে মারধর করতো। বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। কয়েকদিন হল এসেছে। খুন করে দেবে তা ভাবি নি। আমরা ওর শাস্তি চাই।পুলিশ সুপারকে সাবেরির রাজকুমার বলেন, পরিবারের কয়েকজনকে আটক করা পরিবারের কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মিলন শেখ তাড়াতাড়ি গ্রেফতার হবে।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murshidabad