দেশজুড়ে লকডাউনে বন্ধ যানবাহন। পেটে খাবার নেই, বাধ্য হয়ে টানা দুইদিনেরও বেশি সাইকেল চালিয়ে বিহারের পাটনা থেকে বাড়ি ফিরলেন সামসেরগঞ্জের এক ব্যক্তি। এমন ঘটনায় কার্যত চাঞ্চল্য ছড়িয়েছ এলাকায়।
জানা গিয়েছে, মাস দুয়েক আগেই বিহারের পাটনা এলাকায় গিয়েছিলেন সামসেরগঞ্জের বোগদাদনগর গ্রামের বাসিন্দা নবাব শেখ। বাড়ি আসার কথা থাকলেও হঠাৎ লকডাউনের জেরে চরম সমস্যায় পড়েন। অবশেষে ফেরি করার সাইকেল নিয়েই কোনোরকমে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। টানা দুদিন সাইকেল চালিয়ে প্রথমেই পৌঁছে যান অনুপনগর হাসপাতালে। চিকিৎসা করেই শনিবার রাতে বাড়ি ফেরেন তিনি।
নবাব বাড়িতে ফিরলেও নবাবের মতোই বহু মানুষ এখনও আটকে রয়েছেন ভিন রাজ্যে। বারবার প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছেন। তবে এদিন কেন্দ্র থেকে সমস্ত সীমান্তগুলি বন্ধ রাখার আর্জি জানানো হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus