#মুর্শিদাবাদ: পায়ে হেঁটে ভারত ভ্রমণে বেরিয়ে নবাবের শহর মুর্শিদাবাদে পৌঁছলেন কেরলের জোজো জর্জ। ৩১ বছর বয়সি জোজো পায়ে হেঁটে ভারত ভ্রমণ করবেন বলে সংকল্প করেছিলেন আজ থেকে চার বছর আগে। অবশেষে ১লা নভেম্বর ২০২১ সালে কেরালার জেলা থেকে পায়ে হেঁটে বেরিয়ে পড়েছেন। অন্ধ্রপ্রদেশ- তামিলনাড়ু- ওড়িশা পার হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন। পশ্চিমবঙ্গের মেদিনীপুর, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া পার হয়ে ঐতিহাসিক মুর্শিদাবাদে প্রবেশ করে বহরমপুরে পৌঁছান।
দীর্ঘপথ পাড়ি দেবার সময় রাতে থেকেছেন কখনও রেলওয়ে স্টেশনে কখনও বা পেট্রল পাম্পে, কখনও বা হাসপাতাল কখনও বা ফুটপাতে কখনও বা আবাসিক হোটেলে। অনেক জায়গায় সংবর্ধনা পেয়ে জোজো জর্জ খুবই আপ্লুত এবং গর্বিত। তঁর ভাষায়, '' এই দীর্ঘ পথে অনেকেই আমাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা এবং উৎসাহিত করেছেন।''
জোজো জানিয়েছেন, তাঁর সঙ্গে একটা কম্বল ছিল। কিন্তু সেটি যাত্রাপথে এক অসহায় ব্যক্তিকে দিয়ে দিয়েছেন। তাঁর সঙ্গে একটি ছাতা ছিল, সেটি একদিন বৃষ্টির সময় এক পথশিশুকে দিয়ে দেন। জোজো জর্জ-এর পরিবারে আছেন বাবা, মা ,ভাই, বোন, স্ত্রী ও এক মেয়ে। তাঁর কথায়, '' ভারতবর্ষে আমরা সবাই এক , আমাদের একটাই পরিচয়, আমরা ভারতীয়।''
KOUSHIK ADHIKARY
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murshidabad