#মুর্শিদাবাদ: মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে অ্যাসিড খেয়ে আত্মঘাতী এক তরুণী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে মুর্শিদাবাদের রানিতলা থানার সরলপুর এলাকায়। জানা যায়, রানিতলার সরলপুর হাইস্কুলের মাধ্যমিকের পরীক্ষার্থী ছিলেন জয়শ্রী মণ্ডল। মাধ্যমিকে সে মোট নম্বর পায় ১৪০। কিছুদিন থেকে মানসিক অবসাদে ভুগছিল ছাত্রী, তার জেরেই এই আত্মঘাতী বলে মনে করছে পরিবারের লোকজন। ঘটনার খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় লালবাগ থানার পুলিশ।
অন্যদিকে, সোমবার মর্মান্তিক ঘটনা ঘটে গেল বাসুদেবপুরে। বাসুদেবপুর থানার অন্তর্গত মুকুন্দপুর এলাকা দিয়ে মা এবং নাবালিকা মেয়ে সোনার দোকান থেকে ফিরছিল। হাঁটতে হাঁটতে মেয়ে একটু এগিয়ে যায় এবং মা পিছিয়ে যায়, সেই সময় এলাকার দুজন ছেলে মদ্যপ অবস্থায় আলম মণ্ডল এবং খুরশিদ মণ্ডল দুই দুষ্কৃতী মেয়েটিকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে ধর্ষণ করে এবং তার ভিডিও রেকর্ড করে বলে পরিবারের অভিযোগ, সেই সময় পরিবারের লোক যখন মেয়েটিকে খুঁজতে যায় তখন এই দুজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় মেয়েটির পরিবারের লোকজন এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বাপন মণ্ডলকে। যদিও এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে বাসুদেবপুর থানার পুলিশ। এর সঙ্গে আর কারা কারা যুক্ত আছে, তাদের খোঁজ করার তল্লাশি চালাচ্ছে বাসুদেবপুর থানার পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murshidabad