হোম /খবর /দক্ষিণবঙ্গ /
ইদের দিনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল একের পর এক বাড়ি

Murshidabad Fire: ইদের দিনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল একের পর এক বাড়ি

আগুনে পুড়ে ছাই হয়ে যায় নগদ টাকা-সহ গবাদি পশু, আসবাবপত্র

  • Share this:

মুর্শিদাবাদ: ইদের দিনে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ল পরপর ৫টি বাড়ি। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে কিরীটেশ্বরী গ্রাম পঞ্চায়েতের বেলেপুকুর এলাকায়। হঠাৎই আগুন লেগে যায় মিজারুল শেখের বাড়িতে। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা তরিঘড়ি আগুন নেভানোর কাজে হাত লাগান। আগুনে ভস্মীভূত হয়ে যায় নগদ টাকা-সহ গবাদি পশু ও আসবাবপত্র। কীভাবে আগুন লাগল, তা জানা যায়নি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবাগুলি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবগ্রাম থানার পুলিশ।

কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ। ক্ষতিগ্রস্থ গেলেমা বিবি বলেন, '' আমি সকালে নমাজ পড়ছিলাম। হঠাৎ দেখি বাড়ির পাশে দাউদাউ করে আগুন জ্বলছে। কোনওরকমে বাড়ি থেকে প্রাণ হাতে করে বেড়িয়ে আসি। আগুনে সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। কোথায় যাব, কী করব কিছুই বুঝতে পারছি না।''

অন্যদিকে ইদের দিনেই ডোমকলের মালতিপুর এলাকায় বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে যায় ৩টি বাড়ি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের প্রাথমিক অনুমান, উনুনের আগুন থেকে মহিদুল মণ্ডলের  বাড়িতে আগুন লেগে যায়। সেখান থেকেই পরপর ৩টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। খুশির ইদের দিনে এই দুর্ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। প্রয়োজনীয় নথিপত্র, আসবাবপত্র, গবাদি পশু, নগদ টাকা-সহ সব জিনিস পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমকল থানার পুলিশ। ক্ষতিগ্রস্ত মহিদুল মণ্ডল  বলেন, '' আমার বাড়িতেই প্রথম আগুন লাগে। তারপর পাশের দুটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের বেগ এত বেশি ছিল যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কীভাবে আগুন লাগল সেটা এখনও বোঝা যাচ্ছেনা।

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Murshidabad