এখন প্রশান্ত কিশোরের দরকার পড়ছে কেন? প্রশ্ন মুকুল রায়ের
এখন তৃণমূলের প্রশান্ত কিশোরের দরকার পড়ছে কেন? প্রশ্ন মুকুল রায়ের
তৃণমূলের জয়ের সময় প্রশান্ত কিশোরকে দরকার পড়েনি কিন্তু এখন প্রশান্ত কিশোরকে দরকার পড়ছে কেন? বীরভূমের সিউড়িতে এসে প্রশ্ন তুললেন বিজেপি নেতা মুকুল রায়।
#সিউড়ি:2011 তে তৃণমূল যখন ক্ষমতায় আসে বা 2014 তে লোকসভা নির্বাচনে তৃণমূলের জয়ের সময় প্রশান্ত কিশোরকে দরকার পড়েনি কিন্তু এখন প্রশান্ত কিশোরকে দরকার পড়ছে কেন? বীরভূমের সিউড়িতে এসে প্রশ্ন তুললেন বিজেপি নেতা মুকুল রায়।বীরভূমের সিউড়ি থানায় লাভপুরের একটি খুনের মামলার অভিযুক্ত হিসেবে তদন্তের স্বার্থে হাজিরা দিতে আসেন মুকুল রায়। মুকুল রায় জানান তিনি একজন ভারতের নাগরিক তাই আদালত ও আইন যা বলবে তাকে তদন্তের স্বার্থে যেখানেই যেতে হোক না কেন তিনি যাবেন। হাজিরা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল রায় প্রশান্ত কিশোর নিয়ে এই প্রশ্ন তুললেন।মুকুল রায় আরও বলেন, সামনে যে পুরসভা ভোট আসছে তাতে ভোট করাবে রাজ্য নির্বাচন কমিশন আর সেই রাজ্য নির্বাচন কমিশন রাজ্য সরকারের হয়ে কাজ করবে তাই রাজ্য নির্বাচন কমিশনের ওপর আস্থা নেই তার। এর আগেও রাজ্য নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট করিয়েছে সেই ভোটের মনোনয়ন কিভাবে হয়েছিল তা অনেকেই জানেন বলে জানিয়েছেন মুকুল রায়। তাই পুরসভার ভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশন যা করছে তার সবটাই একপেশে তৃণমূলকে সাহায্য করার জন্যই।Supratim Das
Published by:Elina Datta
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।