ঝাড়গ্রাম: ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি খড় বোঝাই ট্র্যাক্টর! অল্পের জন্য প্রাণে বাঁচলেন গাড়ির চালক। কীভাবে আগুন লাগল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। চলন্ত গাড়িতে আগুন লাগার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে ইলেকট্রিকের ওভার হেডের তার থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। তবে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
ঘটনাটি ঘটেছে এদিন সোমবার রাতে নয়াগ্রাম থানা এলাকার হাড়িমারি এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় নয়াগ্ৰামের কুশটিকরা থেকে একটি ট্র্যাক্টর ধানের খড় বোঝাই করে যাদবপুর গ্রামের দিকে আসছিল।
আরও পড়ুন: রেস্তোরাঁর খাবারের মান কেমন? দেখতে হঠাৎ হাজির ফুড সেফটি বিভাগের আধিকারিকরা
আরও পড়ুন: আতঙ্ক! খনিজ তেল খুঁজছে ওএনজিসি, গাইঘাটায় ঘরে ঘরে ধরছে ফাটল
এমন সময় হঠাৎ করে হাড়িমাড়ি এলাকায় খড় বোঝাই ট্র্যাক্টরটিতে আগুন লেগে যায়। চলন্ত গাড়িতে আগুন লাগার ফলে আতঙ্কিত হয়ে পড়েন গাড়িটির চালক। তিনি তড়িঘড়ি গাড়ি থেকে নেমে প্রানে বাঁচেন। ঘটনার পর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে ভষ্মীভূত হয় ইঞ্জিন সমেত গোটা ট্র্যাক্টরটি।
স্থানীয় একটি সূত্রে জানা গিয়েছে, অসিত দণ্ডপাট নামে যাদবপুর গ্রামের এক ব্যক্তি মাত্র মাস তিনেক আগে গাড়িটি কিনেছিলেন। এদিন বাড়ির প্রয়োজনে মালিক নিজে ট্র্যাক্টরে করে খড় নিয়ে আসছিলেন। পথে চলন্ত গাড়িতে আগুন লেগে সমগ্র গাড়িটি একেবারে পুড়ে যায়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। সবার মুখে মুখে একটাই আলোচনা, কীভাবে এই আগুন লাগল? তবে ওভার হেডের ইলেকট্রনিক তার থেকে আগ্নি সংযোগের কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কয়েক বছর আগে জেলার জামবনি ব্লকের চিচিড়াতে একটি খড় বোঝাই চলন্ত লরিতে আগুন লেগেছিল। সেই ঘটনায় ওভার হেড ইলেকট্রনিক তার থেকে অগ্নি সংযোগ ঘটেছিল। তাই পুলিশ সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jhargram news