• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • স্রোতের বিপরীতে হেঁটে বড় মেয়েকে শাস্ত্র মেনে লক্ষ্মী রূপে পুজো করে নজির মায়ের

স্রোতের বিপরীতে হেঁটে বড় মেয়েকে শাস্ত্র মেনে লক্ষ্মী রূপে পুজো করে নজির মায়ের

ঝুমাশ্রী বিশ্বাসের বড় মেয়ে রূপকথাকে লক্ষ্মীজ্ঞানে পুজো করছেন পুরোহিত ৷ ছবি সংগৃহীত ৷

ঝুমাশ্রী বিশ্বাসের বড় মেয়ে রূপকথাকে লক্ষ্মীজ্ঞানে পুজো করছেন পুরোহিত ৷ ছবি সংগৃহীত ৷

নিয়ম মেনেই বড় মেয়েকে মা লক্ষ্মী হিসাবে প্রতিষ্ঠিত করে বরণ করলেন, অঞ্জলিও দেওয়া হয়েছে, হয়েছে আরতিও

 • Share this:

  #নদিয়া: মেয়েদেরকে লক্ষ্মীর মত ভাবেন প্রতি বাড়ির অভিভাবকেরা ৷ বাড়িতে মেয়ের জন্ম মানেই স্বয়ং মা লক্ষ্মীর আগমণ হয়েছে ৷ তবে বেশ কিছু সময়েই এর থেকে ব্যতিক্রমী দৃশ্য দেখা যায়না এই কথা বলা যাবেনা ৷ তবুও বাড়ির ছেলেদের সঙ্গে মেয়েদেরও আদর দেন বাবা-মায়েরা ৷ নারী পুরুষ সমান সমান আছে যে তার অনেক প্রমাণ হয়তো সমাজের কাছে এই বার্তা পৌঁছতেই এক নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছেন এক মা ৷

  ঝুমাশ্রী বিশ্বাসের বড় মেয়ে রূপকথাকে লক্ষ্মীজ্ঞানে পুজো করছেন পুরোহিত ৷ ছবি সংগৃহীত ৷ ঝুমাশ্রী বিশ্বাসের বড় মেয়ে রূপকথাকে লক্ষ্মীজ্ঞানে পুজো করছেন পুরোহিত ৷ ছবি সংগৃহীত ৷

  লক্ষ্মী পুজোর দিতে বাড়ির লক্ষ্মীর আসনে বড় মেয়েকে বসিয়ে পুজো করেছেন নদিয়ার বাসিন্দা ঝুমাশ্রী বিশ্বাস ৷ তাঁর দুই মেয়ে বড় মেয়ের বয়স ৫ বছর আর ছোটমেয়ের বয়স ১ বছর ৷ রূপকথা ও সাঁঝবাতিকে নিয়েই সুখে সংসার ঝুমাশ্রীদেবী ও তাঁর স্বামীর রমেন বিশ্বাসের ৷

  এখনও বিভিন্ন সময়েই নানান ধরনের নারীর প্রতি অপ্রতীতিকর ঘটনা শোনা গেলেও স্রোতের বিপরীতে হেঁটে সমাজের উদ্দেশ্যে এক অন্য বার্তা দিলেন বিশ্বাস দম্পতি ৷ নিয়ম মেনেই বড় মেয়েকে মা লক্ষ্মী হিসাবে প্রতিষ্ঠিত করে বরণ করলেন, অঞ্জলিও দেওয়া হয়েছে, হয়েছে আরতিও ৷

  First published: