#হাওড়া: বিয়েতে বাধা আড়াই বছরের শিশুপুত্র। পথের কাঁটা দূর করতে প্রেমিককে সঙ্গে নিয়ে নিজের সন্তানকেই খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। হাওড়ার আন্দুলের পাঁচপাড়ার ঘটনায় চাঞ্চল্য। স্থানীয় গেঞ্জি কারখানার কর্মী নুরুল আমিনের সঙ্গে আজমিরা বেগমের বিয়ে হয়েছিল। বিয়ের কয়েক বছরের মধ্যে নরুলের সহকর্মী শেখ আলাউদ্দিনের সঙ্গে আজমিরার সম্পর্ক তৈরি হয়। এর কিছুদিনের মধ্যে স্বামী-স্ত্রীর ডিভোর্স হয়ে যায়। কিন্তু, প্রেমিকের সঙ্গে বিয়েতে বাধা হয়ে দাঁড়ায় আড়াই বছরের শিশুপুত্র।
সমস্যা সমাধানে শিশুটিকে পরিকল্পনা করে খুন করা হয়। এরপর পাড়ার দুই মাতব্বর সৈফুদ্দিন ও শেখ ইজরাইলের সাহায্যে কবরও দিয়ে দেওয়া হয়। ঘটনায় প্রাক্তন স্ত্রী ও সহকর্মীর বিরুদ্ধে বি গার্ডেন ও নাজিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন নরুল। ছ'দিন পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শিশুটির দেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এরপরই স্থানীয়রা সৈফুদ্দিন ও ইজরাইয়েলের বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এদিকে, আজমিরা ও আলাউদ্দিনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।