Home /News /south-bengal /
তেরোটি অনাথ শিশুর পেটচালান ভিক্ষা করে, সেলাম সিঙ্গুরের লক্ষ্মী মা-কে !

তেরোটি অনাথ শিশুর পেটচালান ভিক্ষা করে, সেলাম সিঙ্গুরের লক্ষ্মী মা-কে !

আমার সন্তান যেন থাকে দুধে ভাতে... মাতৃ দিবসের আলাদা কোনও মানে নেই হুগলির সিঙ্গুরের লক্ষ্মীর কাছে।

 • Share this:

  #সিঙ্গুর: আমার সন্তান যেন থাকে দুধে ভাতে... মাতৃ দিবসের আলাদা কোনও মানে নেই হুগলির সিঙ্গুরের লক্ষ্মীর কাছে। তবুও এই মাতৃ দিবসে নিজেই নিজের নজির গড়ে তুলেছেন তিনি। কোনও ব্যবসা নয়, নেই পুঁথিগত বিদ্যার ডিগ্রিও। শুধু ভিক্ষে করেই তেরোটি শিশুর পেটচালান তিনি। সেই অনাথ শিশুগুলির কাছে লক্ষ্মী-ই তাদের গোটা পৃথিবী।

  সিঙ্গুরের মামুদপুর গ্রামের লক্ষ্মী দাসপাত্রের গল্পটা এতোটা সহজ ছিল না কখনই। নিজে পছন্দ করে বিয়ে করেছিলেন, সেই অপরাধে শ্বশুড়বাড়ি থেকে বিতাড়িত হয়েছিলেন, বাধ্য হয়েই বাপের বাড়িতে এসে উঠেছিলেন, কিন্তু আচমকাই একদিন নিরুদ্দেশ হয়ে গেলেন স্বামী। কোল তখন কয়েক মাসের কোলের সন্তান। বাধ্য হয়েই পথে পথে ভিক্ষে করতে বেরোলেন।

  পথেই পেলেন আরও কয়েকজন অনাথ শিশুকে। মা বাবা না থাকলে, শিশুদের বড় হওয়া যে কত সমস্যার,তা বোঝেন লক্ষ্মী। তাই তাদেরকেও নিজের সন্তানের সঙ্গেই বড় করতে শুরু করলেন। নিজের বাড়িতেই দু কামরার ঘর তৈরি করে তাদেরকে এনে রাখলেন লক্ষ্মী।

  First published:

  Tags: Child, Mother, Mothers Day, Singoor

  পরবর্তী খবর