#আসানসোল: বন্ধ ঘরে মা ও মেয়ের রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কুলটিতে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ছেলে। ঘটনাস্থলে মিলেছে সুইসাইড নোট, ইনসুলিনের অ্যাম্পিউল ও সিরিঞ্জ। বেশিমাত্রায় ইনসুলিন নিয়ে আত্মহত্যা বলে অনুমান পুলিশের। দেনার দায়েই আত্মহত্যা বলে দাবি প্রতিবেশীদের। আসানসোলের কুলটির কলেজমোড়ে, শনিবার আবাসনের বন্ধ ঘর থেকে উদ্ধার হল মা ও মেয়ের দেহ। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ছেলে। মা আলো ঠাকুর ও মেয়ে কৃতাঞ্জলি সুগারের রোগী। কিন্তু, রোজকার মতো মর্নিং ওয়াকে না বেরনোয় অবাক হন প্রতিবেশীরা। দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন তাঁরা। সাড়া না পেয়ে পুলিশ ডাকা হয়। শেষপর্যন্ত দরজা ভেঙে উদ্ধার হয় তাঁদের দেহ। ঘটনাস্থল থেকে মিলেছে ইনসুলিনের অ্যাম্পিউল ও সিরিঞ্জ। মিলেছে, সুইসাইড নোটও। দেনার দায়েই সপরিবারে আত্মহত্যার পরিকল্পনা বলে অনুমান। আলো ঠাকুরের ছেলে ময়ূরেশ্বরকে আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মূলত, তার বয়ানের ওপরেই নির্ভর করছে পুলিশি তদন্ত।
পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যা না অন্য কোনও রহস্য তা খতিয়ে দেখছে পুলিশ। তা ছেলের বয়ানের ওপর নির্ভর করছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Asansol, Bengali News, ETV News Bangla, Mother And Daughter Found Dead Under Mysterious Condition, Suicide