বর্ধমানঃ রাস্তায় নেমে এল কয়েকশো ট্রাক্টর। এত ট্রাক্টর একসঙ্গে দেখে অবাক হলেন অনেকেই। দল-মত নির্বিশেষে রাস্তার পাশে দাঁড়িয়ে সেই ট্রাক্টর মিছিল দেখলেন কালনার বাসিন্দারা। কেন্দ্রের কৃষক নীতির প্রতিবাদ জানাতে সাধারণতন্ত্র দিবসের এই বিশেষ দিনটিকেই বেছে নিয়েছিল আন্দোলনকারীরা।
সারা ভারত কৃষক সভার কালনা কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ ৭৪তম প্রজাতন্ত্র দিবসে। কয়েকশত ট্রাক্টর নিয়ে মিছিল হল নবদ্বীপ মোড় থেকে কালনা আরএমসি বাজার পর্যন্ত। অবিলম্বে কেন্দ্রের কৃষক বিরোধী কালা আইন বাতিল করার দাবিতে এই ট্রাক্টর মিছিল করা হল বলে জানিয়েছে কৃষক সভা।
আরও পড়ুনঃ শাহরুখের 'পাঠান' চলাকালীন হুড়মুড়িয়ে ভাঙল ব্যালকনি, নাচ-গান মুহূর্তে বদলাল হাহাকারে
সারা ভারত কৃষক সভার বক্তব্য, কৃষকের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য কেন্দ্রীয় সরকার বাতিল করেছে। এই নিয়ে বহুদিন ধরে চলছে প্রতিবাদ, আন্দোলন, মিছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লক্ষ লক্ষ কৃষকের সামনে দাঁড়িয়ে থেকে বক্তৃতা দিয়েও কথা রাখেননি। তাঁদের বক্তব্য, সারের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সারের কালোবাজারি চলছে। কৃষকদের লাভ হওয়া তো দূরের কথা ফসল ফলিয়ে প্রতি মরশুমে লোকসানের মুখ দেখছেন তাঁরা। অবিলম্বে কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য আইন করে পুনরায় চালু করার দাবিতে বৃহস্পতিবার সকালে নবদ্বীপ মোড় থেকে সারা ভারত কৃষক সভা কালনা কমিটির নেতৃত্বে কয়েকশ ট্রাকটার নিয়ে অভিনব প্রতিবাদ মিছিল করলেন পূর্ব বর্ধমানের কালনার কৃষকরা।
আরও পড়ুনঃ পুরুলিয়ার অযোধ্যা বেড়াতে যাচ্ছেন, 'এই' জায়গাটা কোনওভাবেই মিস করবেন না
এ দিন সারা ভারত কৃষক সভার কালনা ব্লক কমিটির সম্পাদক শ্যামল পাল জানান, কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য পুনরায় নতুন করে আইন করে চালু করতে হবে। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের উদাসীনতায় কৃষকরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে। কালা কৃষি আইন প্রত্যাহার করতে হবে। ভুতূড়ে বিদ্যুৎ বিল আসা বন্ধ করতে হবে। সারের কালোবাজারি অবিলম্বে বন্ধ করতে হবে। বৃহস্পতিবার সকালের এই অভিনব প্রতিবাদে সামিল হয়েছিলেন যেমন কয়েকশো কৃষক তেমনি সাধারণ মানুষ তাকিয়ে ছিলেন এই অভিনব মিছিলের দিকে।
Saradindu Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Bardhaman