#নন্দীগ্রাম: ফের শুভেন্দুর গড় নন্দীগ্রামে বিজেপিতে বড়সড় ভাঙন! বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন নন্দীগ্রামের গেরুয়া শিবিরের কয়েকশো নেতা-কর্মী। বুধবার তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি। বিরোধী দলনেতার গড়ে ফের এ ভাবে দল ভাঙায় অস্বস্তিতে পদ্ম শিবির।
জানা গিয়েছে, নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমদাবাদ ১নং গ্রাম পঞ্চায়েতের টাকাপুরা বাজার এলাকায় বিজেপি-র মণ্ডল সম্পাদক স্বরূপ দাস-সহ প্রায় শতাধিক কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। দিন কয়েক আগেও শুভেন্দুও অবশ্য পঞ্চাশ জনকে তৃণমূল থেকে এনে বিজেপিতে যোগ দেওয়ান। তবে, এবারের যোগ দানের পর অখিল গিরি বলেন, 'নির্বাচনে কারচুপি করে জিতেছেন শুভেন্দু অধিকারী। কারচুপি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়েছে। তাই বিজেপির সঙ্গে মানুষ নেই। সবথেকে বড় দুর্নীতিগ্রস্ত ওরা।' এমনকী তৃণমূলে থাকাকালীন সেচ দফতরের দায়িত্ব সামলানো শুভেন্দুর দিকে অখিল গিরির তোপ, 'মুখ্যমন্ত্রী একজনকে বিশ্বাস করে সেচ দফতরের দায়িত্ব দিয়েছিলেন। তিনিই নন্দীগ্রামকে ডুবিয়েছেন'।
জানা গিয়েছে, এ দিন বিজেপি ছেড়ে যারা তৃণমূলে যোগ দেন, তাদের বেশিরভাগই বিজেপির পুরনো নেতা কর্মী। তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপির উপর বীতশ্রদ্ধ হয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার জন্য আবেদন করেছিলেন তাঁরা। যদিও দলের পুরনো কর্মী এবং স্থানীয় নেতারা তৃণমূলে যোগ দিলেও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে নারাজ বিজেপি।
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, ‘মমতা বন্দ্যোপাধ্যায় তো নন্দীগ্রামের মানুষের উপর অত্যাচার করছেন। শান্তিতে থাকতে দিচ্ছেন না নন্দীগ্রামের মানুষকে। হেরে গিয়ে মুখ্যমন্ত্রী কালীঘাটে ফিরে গিয়ে লজ্জায় মুখ দেখাতে পারছেন না। আর কয়েকজন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলে তাতে বিজেপির কোনও ক্ষতি হবে না। নন্দীগ্রামের মানুষ বিজেপির পাশে রয়েছেন।’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nandigram