#চাকদহ: হনুমানের আতঙ্কে দিশেহারা নদিয়ার চাকদহের গৌড়পাড়া, ২৩ ঘর কলোনী জোড়া শিব মন্দিরসহ আশেপাশের এলাকা। একটি বড় হনুমান ও কিছু বাচ্চা হনুমান দাপিয়ে বেড়াচ্ছে ঐ সমস্ত এলাকা। গত এক মাসে ঐ এলাকায় হনুমানের কামড়ে আহত হয়েছে প্রায় ৩০ জন মানুষ। এদের মধ্যে বেশীরভাগ মহিলা ও শিশু। হনুমানের আতঙ্কে নাওয়া খাওয়া বন্ধ। বাড়ির বাইরে বের হতে ভয় পাচ্ছেন বাসিন্দারা। বনদপ্তরে বার বার বলেও কোন লাভ হচ্ছে না। কারও দেখা নেই। আতঙ্কের প্রহর গুনছেন সকলেই। এমনিতেই এই এলাকা গরীব অধ্যুষিত দিন আনা দিন খাওয়া এলাকা এভারে কাজ কর্ম বাদ দিয়ে দরজা বন্ধ করে ঘরের ভিতরেই বসে রয়েছেন। এবং চাকদহ হাসপাতালে মিলছে না প্রতিষেধক ফলে বাধ্য হয়ে কোলকাতার বেলেঘাটা হাসপাতালে ছুটতে হচ্ছে সকলকেই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।