হোম /খবর /দক্ষিণবঙ্গ /
মোবাইল ওজন মাপার যন্ত্র এবার বীরভূমের রাস্তায়

মোবাইল ওজন মাপার যন্ত্র এবার বীরভূমের রাস্তায়

পরীক্ষামূলক ব্যবহার চলছে এখন জাতীয় সড়ক ও বিভিন্ন রাজ্য সড়কে।

  • Last Updated :
  • Share this:

#বীরভূম: বর্তমানে ১৪ নম্বর জাতীয় সড়ক যা আগে ছিল ৬০ নম্বর জাতীয় সড়ক ৷ এই জাতীয় সড়কের অনেকটাই বেহাল কারণ হিসেবে বলা যেতে পারে ভারী যানবাহনের চলাচল ৷ আর এই ভারী যানবাহন চলাচলে রাশ টানতে এবং জরিমানার পরিমাণ বাড়াতে বীরভূম জেলাতে পরিবহন দফতরের নতুন উদ্যোগ মোবাইল ওজন মাপার যন্ত্র। যার পরীক্ষামূলক ব্যবহার চলছে এখন জাতীয় সড়ক ও বিভিন্ন রাজ্য সড়কে।

ম্যাট্রেসের মত দুটো জিনিস রাস্তার ওপর পেতে দেওয়া হচ্ছে আর তার ওপর দিয়ে যান চলাচল করলেও পাওয়া যাচ্ছে কম্পিউটারাইজড লরির ওজন। ওজন বেশি থাকলে সঙ্গে সঙ্গেই জরিমানাও করা হবে বলে জানা গিয়েছে বীরভূম জেলা প্রশাসনের পক্ষে। কারণ বীরভূম জেলার বিভিন্ন রাস্তার উপর দিয়ে ভারী যানবাহন চলাচল করে যার মধ্যে রয়েছে পাথরবোঝাই এবং বালি বোঝাই লরি। অনেক ক্ষেত্রেই চালকরা নিজেদের লাভের জন্য বেশি পরিমাণে বা পাথর নিয়ে টোল এড়িয়ে ঘুরপথে রাজ্য সড়ক জাতীয় সড়কে ওঠেন।

সেই সমস্ত যানবাহনের ওপর রাশ টানতেই রাস্তাতে ওজন মাপার এই যন্ত্র।তবে পরীক্ষামূলকভাবে এই যন্ত্র চালানো হচ্ছে যদি সঠিক ফলাফল পাওয়া যায় তাহলে আগামী দিনে রাজ্যজুড়ে ব্যবহার করা হবে এই মোবাইল ওজন যন্ত্র ৷

Supratim Das

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Birbhum, Mobile Weight