হোম /খবর /দক্ষিণবঙ্গ /
বাংলা থেকে চুরি হওয়া মোবাইল পাচার হয়ে যাচ্ছে কেরল, রাজস্থানে!

Mobile Theft: বাংলা থেকে চুরি হওয়া মোবাইল পাচার হয়ে যাচ্ছে কেরল, রাজস্থানে! পিছু ধাওয়া করতে গিয়ে অবাক পুলিশ

Mobile Theft: অন্য জেলায় পুরনো মোবাইল বিক্রির দোকান রয়েছে ৷ কুড়িয়ে পাওয়া বা চুরি করা মোবাইল  ওই সব দোকানে বিক্রি করা হয় ৷ সেখান থেকে অন্য কোম্পানির যন্ত্রাংশ লাগিয়ে তা আবার বিক্রি করে দেওয়া হয়৷

  • Share this:

বর্ধমান: বর্ধমান থেকে চুরি হওয়া মোবাইল পাচার হয়ে যাচ্ছে রাজস্থান, কেরল, উত্তরপ্রদেশে! চুরি যাওয়া মোবাইল খুঁজতে গিয়ে তাজ্জব তদন্তকারী পুলিশ অফিসাররা। সেইসব রাজ্য থেকে অনেক ফোন উদ্ধার করে এনেছেনও তারা। ফোনের অবস্থান দেখে সেখানে গিয়ে পৌঁছে ফোন উদ্ধার করে এনেছে কাটোয়া থানার পুলিশ। এমনই  হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া ৬১টি মোবাইল ফোন উদ্ধার করে গ্রাহকের কাছে ফিরিয়ে দিল কাটোয়া থানার পুলিশ। গ্রাহকদের থানায় ডেকে তাঁদের হাতে মোবাইলগুলি তুলে দেন পুলিশ অফিসাররা৷

আরও পড়ুন: রাজ্যপাল লিখলেন অ, আ... বললেন ‘জয় বাংলা'! হাতেখড়িতে কাকে দিলেন গুরুদক্ষিণা? রাজভবনের ইতিহাসে 'ব্যতিক্রমী' ছবি

কেরল, রাজস্থান, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড থেকেও প্রচুর মোবাইল উদ্ধার করা হয়েছে।পুলিস সূত্রে জানা গিয়েছে, ৬১টি মোবাইলের মধ্যে অনেকগুলিই ভিনরাজ্যে পাচার হয়ে গিয়েছিল। সেখান থেকে এগুলি  উদ্ধার করে আনা হয়েছে। তার মধ্যে শুধু কেরল থেকেই উদ্ধার করা হয়েছে ১৭ টি মোবাইল ফোন। এছাড়াও  উত্তরপ্রদেশ থেকে ৪ টি, রাজস্থান থেকে ৩ টি মোবাইল উদ্ধার করা হয়েছে। এখানের  মোবাইল ফোন উদ্ধার হয়েছে ঝাড়খণ্ড থেকেও। আগেও তিনটি দফায় প্রচুর হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করা হয়েছিল।

জানা গিয়েছে, প্রথম দফায় ৩৮ টি, দ্বিতীয় দফায় ৫২ টি ও তৃতীয় দফায় ৬১ টি মোবাইল উদ্ধার করা হয়েছে। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি গ্রাহকরাও। তদন্তকারী পুলিশ অফিসাররা জানিয়েছেন, অন্য জেলায় পুরনো মোবাইল বিক্রির দোকান রয়েছে ৷ কুড়িয়ে পাওয়া বা চুরি করা মোবাইল  ওই সব দোকানে বিক্রি করা হয় ৷ সেখান থেকে অন্য কোম্পানির যন্ত্রাংশ লাগিয়ে তা আবার বিক্রি করে দেওয়া হয়৷

কাটোয়ার এসডিপিও কৌশিক বসাক বলেন, "মোবাইল হারিয়ে বা চুরি হয়ে গেলে থানায় গ্রাহকরা অভিযোগ জানায়। আমরা চুরি যাওয়া ফোনের অবস্থান বের করে তা উদ্ধার করি। আবার প্রকৃত মালিকের কাছে উদ্ধার হওয়া ফোনগুলি তুলে দিই ৷ ২০২২ সালে আগস্ট মাস পর্যন্ত থানায় জমা পড়া মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগের ভিত্তিতে ৬১ টি মোবাইল উদ্ধার করা হয়েছে।"

Published by:Pooja Basu
First published:

Tags: Mobile, South bengal news, Theft