• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • মোবাইলে নিষেধাজ্ঞা, ক্লাসে ফোন নিয়ে যেতে পারবেন না শিক্ষক-শিক্ষিকারা

মোবাইলে নিষেধাজ্ঞা, ক্লাসে ফোন নিয়ে যেতে পারবেন না শিক্ষক-শিক্ষিকারা

অসুবিধা হলেও এতদিন শিক্ষকদের কিছু বলতে পারত না পড়ুয়ারা। বীরভূমের প্রাথমিক বিদ‍্যালয় সংসদের উদ্যোগে এবার হাসি ফুটেছে তাদের মুখেও।

অসুবিধা হলেও এতদিন শিক্ষকদের কিছু বলতে পারত না পড়ুয়ারা। বীরভূমের প্রাথমিক বিদ‍্যালয় সংসদের উদ্যোগে এবার হাসি ফুটেছে তাদের মুখেও।

অসুবিধা হলেও এতদিন শিক্ষকদের কিছু বলতে পারত না পড়ুয়ারা। বীরভূমের প্রাথমিক বিদ‍্যালয় সংসদের উদ্যোগে এবার হাসি ফুটেছে তাদের মুখেও।

 • Share this:

  #বীরভূম: ক্লাসে মোবাইল নিয়ে যেতে পারবেন না প্রাইমারি ও জুনিয়র বেসিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। নির্দেশ বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের। শিক্ষাবিদ পবিত্র সরকারের মন্তব্য, দেশকে পথ দেখাব এই সিদ্ধান্ত।

  ক্লাসের মধ‍্যে এরকম শব্দে বিরক্তির এক শেষ। পড়ুয়াদের কারও ফোন হলে তো শাস্তি অবধারিত, কিন্তু ফোন যদি হয় শিক্ষকের? বীরভূম জেলা প্রাথমিক বিদ‍্যালয় সংসদের নয়া নির্দেশিকা, ক্লাসে মোবাইল নিয়ে যেতে পারবেন না শিক্ষকরাও।

  অসুবিধা হলেও এতদিন শিক্ষকদের কিছু বলতে পারত না পড়ুয়ারা। বীরভূমের প্রাথমিক বিদ‍্যালয় সংসদের উদ্যোগে এবার হাসি ফুটেছে তাদের মুখেও। সংসদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষকরাও।

  শিক্ষাবিদ পবিত্র সরকারের দাবি, দেশকে পথ দেখাতে পারে বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের এই নির্দেশিকা। সচেতনতা বাড়াতে শিক্ষকদেরও পাশে চায় বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ।

  First published: