#মেদিনীপুর: পকেটে মোবাইল রাখলে কতটা মারাত্মক ঘটনা ঘটতে পারে তার অভিজ্ঞতা হল মেদিনীপুরের বাসিন্দা শেখ ওয়ারেশ ও তাঁর সহকর্মীদের ৷
পকেটে রাখা মোবাইল থেকে ধোঁয়া। মেঝেতে পড়তেই বিস্ফোরণ। অল্পের জন্য রক্ষা পেলেন মেদিনীপুরের কেবল টিভির চিত্র সাংবাদিক শেখ ওয়ারেশ। পকেটে দুটি মোবাইল রাখতেন তিনি। অফিসে কাজ করার সময় হঠাৎই পকেট থেকে ধোঁয়া বেরোতে দেখেন শেখ ওয়ারেশ। একটি মোবাইল বের করতে পারলেও অন্যটি পারেনি। সহকর্মীদের সাহায্যে অন্য মোবাইলটি বের করে মেঝেতে পড়তেই বিস্ফোরণ ঘটে।
এর আগে মোবাইল ফেটে বিমানে আগুন লেগে যাওয়ার মতো বহু ঘটনা ঘটেছে ৷ সম্প্রতি বিমানের ভিতর আবার মোবাইল ফোন ফেটে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটল ! আর আবার সেই স্যামসাং-এর স্মার্টফোনেই এই ঘটনা ঘটল ৷ আকাশে ওড়ার সময় এর আগে স্যামসাং-এর NOTE সিরিজের ফোন ফেটে যাওয়ার ঘটনা ঘটছিল ৷ এবার একই ঘটনা ঘটল স্যামসাং ‘J’ সিরিজের একটি ফোনে ৷
জেট এয়ারওয়েজের একটি বিমানে ইন্দোর থেকে নয়াদিল্লি যাচ্ছিলেন অর্পিতা ঢাল ৷ হঠাৎই তিনি লক্ষ্য করেন , তাঁর ব্যাগের ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে ৷ বিষয়টা সুবিধার নয় বুঝতে পেরেই বিমানের কেবিন ক্রু-দের ডেকে পাঠান তিনি ৷ বিমানসেবিকারা সঙ্গে সঙ্গে সেই ফোনটি নিয়ে একটি জল ভরা পাত্রে রাখেন ৷ এভাবেই ফোনের মধ্যে আগুন নেভানো সম্ভব হয় ৷ বিমানের মধ্যে সকল যাত্রীকেই এরপর সতর্ক করা হয় ৷ অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান অর্পিতা এবং বিমানের অন্যান্য যাত্রী ও কর্মীরা ৷