হোম /খবর /দক্ষিণবঙ্গ /
'দুয়ারে রেশন ভাঁওতা'! মমতাকে নিশানা করে মিঠুন-চ্যালেঞ্জ, 'আমি কিন্তু জাত গোখরো'

Mithun Chakraborty: 'দুয়ারে রেশন ভাঁওতা'! মমতাকে নিশানা করে মিঠুন-চ্যালেঞ্জ, 'আমি কিন্তু জাত গোখরো'

মমতাকে আক্রমণ মিঠুনের

মমতাকে আক্রমণ মিঠুনের

প্রার্থী না হয়েই তিনি বঙ্গে BJP আনার পথ সুগম করতে চাইছেন। আর সেই সূত্রে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণে নেমে পড়লেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মিঠুন।

  • Last Updated :
  • Share this:

#রায়না: চলছে বাংলা দখলের লড়াই। আর বাংলা জয়ের এই লড়াইয়ে আলাদা করে প্রচারে নজর কাড়ছেন মোদির ব্রিগেডে সমাবেশে বিজেপিতে নাম লেখানো অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তাঁকে প্রার্থী করেনি বিজেপি। তবে মিঠুন নিজে জানিয়েছেন, 'প্রার্থী হলেই আমি স্বার্থপর হয়ে যাব।' অর্থাৎ, প্রার্থী না হয়েই তিনি বঙ্গে BJP আনার পথ সুগম করতে চাইছেন। আর সেই সূত্রে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণে নেমে পড়লেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মিঠুন। বললেন, 'এখন ভোটের সময় বলছে দুয়ারে সরকার, জিতলে নাকি আবার দুয়ারে রেশন দেওয়া হবে। এই সবকিছু কিন্তু ভাঁওতাবাজি।'

রবিবার ময়নার সভা থেকে মিঠুন বলেন, 'আমি কথা দিচ্ছি, বিজেপিকে বাংলায় ক্ষমতায় আনুন, ৬ মাসের মধ্যে সব পাল্টে যাবে বাংলায়। বিজেপি এলে বাংলায় কোনও দাঙ্গা হবে না। চাকরি হবে। সোনার বাংলা হবেই হবে।' এরপরই মাথাভাঙার ঘটনার প্রসঙ্গে চলে আসেন তিনি। বলেন, 'এভাবে চারজন ছেলে মারা গেল। খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু আমি সবাইকে বলব, কোনও প্ররোচনায় পা দেবেন না। নিজেরা শান্ত থাকুন। নিজের ভোটটা দিন আর বিজেপিকে ক্ষমতায় আনুন।'

প্রসঙ্গত, বিজেপি চাইছে বাংলার গ্রামগঞ্জে (West Bengal Assembly Election 2021) মিঠুনের মুখকে কাজে লাগাতে। সেই কারণেই গত ২৫ মার্চ থেকে বাংলার বিভিন্ন প্রান্তে প্রচারে নামানো হয়েছে মিঠুনকে। আর প্রতিদিনই একাধিক রোড শো করে চলেছেন তিনি। এদিন ফের তৃণমূলকে বহিরাগত ইস্যুতে আক্রমণ শানান তিনি। বলেন, 'বাংলায় বাস করা প্রতিটি মানুষই বাঙালি। বাংলার সব কিছুতেই তাঁদের সবার অধিকার আছে। সেই অধিকারে কেউ হস্তক্ষেপ করতে এলে আমার মতো মানুষরাই রুখে দাঁড়াবে। কে কোথা থেকে এসেছে, সেটা গুরুত্বপূর্ণ নয়। কে কী কাজ করেছে, সেটাই গুরুত্বপূর্ণ।'

তাঁর বিজেপিতে নাম লেখানোর কারণে অনেকেই তাঁকে গালাগালি করছেন বলে দাবি করেছেন মিঠুন। বলেন, 'আমি সবসময় চশমা পরি, যাতে কে আমায় কোথা থেকে গালাগালি দিচ্ছে তা যেন দেখতে পাই।' শেষে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে মিঠুনের চ্যালেঞ্জ, 'আমি জলধোড়া নই, বালিবোড়াও নই, আমি কিন্তু একদম জাত গোখরো।'

Published by:Suman Biswas
First published:

Tags: West Bengal Assembly Election 2021