#অন্ডাল: খেলতে খেলতে নিখোঁজ হওয়া শিশুর মৃতদেহ চব্বিশ ঘণ্টা পরে উদ্ধার বাড়ির পাশে পুকুর থেকে।
সোমবার সকালে দুর্গাপুরের অন্ডাল থানা এলাকার পশ্চিম বাউরি পাড়ায় বাড়ির পাশে খেলার সময় নিখোঁজ হয়ে যায় বছর দু’য়েকের একটি শিশু । মঙ্গলবার সকালে পুকুর থেকে উদ্ধার হয় ওই শিশুর মৃতদেহ । মৃত শিশুটির নাম সমীর বাউরি ।
সোমবার সকাল দশটা নাগাদ বাড়ির পাশে দাদার সঙ্গে খেলা করছিল বছর দু’য়েকের সমীর বাউরি নামে শিশুটি। দীর্ঘসময় শিশুটিকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে । বাড়ির পাশে পুকুর থাকাই সন্দেহ হয় কোনও কারনে হয়তো শিশুটি পুকুরে পরে যেতে পারে ।
স্থানীয় লোকজন মাছ ধরার জাল নিয়ে পুকুরের তল্লাশি শুরু করে । সন্ধ্যায় ঘটনাস্থলে আসানসোল থেকে পেশাদারী ডুবুরিদল আসে। মঙ্গলবার ভোর থেকে তারা তল্লাশিতে নামে পুকুরে । বেলা দশটা নাগাদ পুকুর থেকে উদ্ধার হয় শিশুটির মৃতদেহ । মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে অন্ডাল থানার পুলিশ ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Durgapur