#বর্ধমান: বর্ধমানের মঙ্গলকোর্টে দুষ্কৃতী হামলায় আহত হলেন এক তৃণমূল কর্মী। রবিবার সন্ধ্যায় তৃণমূল পার্টি অফিস থেকে ফেরার পথে খোকন শেখ নামে ওই কর্মী দুষ্কৃতীর গুলিতে আক্রান্ত হন। মঙ্গলকোট পঞ্চায়েতের উপপ্রধান শান্ত সরকারের সঙ্গে বাইকে ফিরছিলেন তিন। তখনই দুষ্কৃতীরা গুলি ও বোমা নিয়ে হামলা চালায়। গুলি লাগে খোকনের পায়ে এবং হাতে। তাঁকে বধর্মান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, মঙ্গলকোট পঞ্চায়েতের উপপ্রধানকে শান্ত সরকারকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা ৷ কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি গিয়ে লাগে বাইকেচালক খোকনের পায়ে ৷
বাইকে করে কার্যালয় থেকে রাতে বাড়ি ফেরার পছে তিন চারজন শান্ত সরকারের উপর হামলা চালায় ৷ মঙ্গলকোটের বটতলার আগে কালভার্টের কাছে ঘটনাটি ঘটেছে ৷ গুলি করার পর একটি বোমা ফাটিয়ে সেখান থেকে চম্পট দেয় তারা ৷
তবে এই প্রথম নয় ৷ এর আগেও শান্ত সরকারের উপরে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা ৷ সেই সময় প্রাণে বেঁচে গেলেও পায়ে গুলি লাগে তার ৷ রবিবার ফের তার উপর আক্রমণ করা হয় ৷ কে বা কারা তার উপর হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি ৷ ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও কারণে তার উপর বারেবারে হামলা করা হচ্ছে তা খতিয়ে দেখছে পুলিশ ৷
ঘটনার অভিযোগ জানালে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ দুষ্কৃতীদের খোঁজে এলাকায় তল্লাশি চালানো শুরু হয়েছে ৷