পূর্ব মেদিনীপুর: মেলায় সশস্ত্র হামলা। মেলার ভিড়ে দুষ্কৃতিদের হামলা ঘিরে উত্তেজনা। জানা যায়, দাদা ও বোনের গলায় ধারাল অস্ত্রের কোপ মারে দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় দাদা ও বোনকে ভর্তি করা হয়েছে তমলুক হাসপাতালে!
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার বল্লুক গ্রামে মেলা চলাকালীন হামলা হয়। হামলার শিকার বল্লুক গ্রামের বাসিন্দা মহাদেব দোলুই ও তার বোন।পরিবার নিয়েই মেলা দেখতে গিয়েছিলেন মহাদেব। সেখানেই কয়েকজন মদ্যপ যুবক তাদের কটূক্তি করে এবং মেলার মধ্যেই শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। মহাদেব প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা ধারাল অস্ত্র দিয়ে মহাদেবের গলায় কোপ মারে এবং মহাদেবের বোনের গলাতেও চালায় ধারাল অস্ত্রের কোপ। ঘটনায় মেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তরা ভিড়ের মধ্যে মিশে গিয়ে চম্পট দেয়। স্থানীয় বাসিন্দারা আহত দু'জনকে উদ্ধার করে প্রথমে কাঁকটিয়া স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে তমলুক জেলা হাসপতালে নিয়ে যায়।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Published by:Rukmini Mazumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।