#খড়গপুর:সকাল থেকেই তুমুল ব্যস্ততায় শুরু হয়ে গেল রাজ্যের ৩ বিধানসভায় উপনির্বাচনের ভোটগ্রহণ ৷ ভোটগ্রহণ চলছে খড়গপুর সদর, কালিয়াগঞ্জে উপনির্বাচন ৷ করিমপুর কেন্দ্রেও উপনির্বাচন ৷খড়গপুর (সদর) কেন্দ্রের তালবাগিচা বানজারা বস্তিতে টাকা বিলির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। আহত ৩ বিজেপি কর্মী। অভিযোগ অস্বীকার তৃণমূলের।খড়গপুর (সদর) কেন্দ্রের ১৪০ নং বুথে আয়না রেখে কারচুপির অভিযোগ। বুথের ইভিএমের ঠিক উলটোদিকে আয়না। নির্বাচন কমিশনে নালিশ। পরে তা চাদরে মুড়ে দেওয়া হয়।প্রতিবার ভোটের সময় বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য বিশেষ ব্যবস্থার কথা ঘোষণা করে থাকে নির্বাচন কমিশন। কিন্তু বাস্তব চিত্রটা একেবারে বিপরীত। খড়গপুরের ২২ নম্বর ওয়ার্ডের ২৪৬ নম্বর বুথে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য কোনও ব্যবস্থা নেই। গাড়ি তো দূরস্ত, নেই হুইল চেয়ারের ব্যবস্থাও। তাই অসুবিধে নিয়েও ভোটাধিকার প্রয়োগ করতে এলেন এলাকার এক ভোটার। যদিও ঘটনার দায় পুরোপুরি এড়িয়ে গেল নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।