রামপুরহাট: দশম শ্রেনীর ছাত্রীকে গনধর্ষণের অভিযোগ তিন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের মাড়গ্রাম থানা এলাকায়। জানা যায়, নলহাটি থানা এলাকার এক দশম শ্রেণীর ছাত্রীকে গতকাল সন্ধ্যায় তিন যুবক তুলে নিয়ে যায়। মারগ্রাম থানার একডালা গ্রামে একটি ফাঁকা মাঠে যুবতীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্জাতিতা জ্ঞান হারালে তাকে একটি মাজারে নিয়ে যায় অভিযুক্তরা। মাজারের লোকজনের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে নাবালিকাকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। রামপুরহাট থানার পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Birbhum