হোম /খবর /দক্ষিণবঙ্গ /
আমফানে ক্ষতিগ্রস্ত বহু নদী বাঁধ, পরিস্থিতি খতিয়ে দেখতে সুন্দরবনে শুভেন্দু অধিকারী   

আমফানে ক্ষতিগ্রস্ত বহু নদী বাঁধ, ভরা কোটালের আগে পরিস্থিতি খতিয়ে দেখতে সুন্দরবনে শুভেন্দু অধিকারী   

শুক্রবার থেকেই শুরু ভরা কোটাল । তার আগে সুন্দরবনের নদী বাঁধগুলির অবস্থা খতিয়ে দেখলেন রাজ্যের সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী ।

  • Share this:

#পাথরপ্রতিমা: শুক্রবার থেকেই শুরু ভরা কোটাল । তার আগে সুন্দরবনের নদী বাঁধগুলির অবস্থা খতিয়ে দেখলেন রাজ্যের সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী । এদিন পাথরপ্রতিমার একাধিক এলাকা লঞ্চে করে ঘুরে দেখেন তিনি ।

দুই সপ্তাহ আগেই আমফান ঘূর্ণিঝড়ের দাপটে সুন্দরবন এলাকার বিভিন্ন জায়গার নদী বাঁধ ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হয়েছে । বিশেষ করে পাথরপ্রতিমা এলাকায় নদী বাঁধের অবস্থা ভীষণ খারাপ । শুক্রবার ভরা কোটালের সময় ফের জোয়ারের জল ঢুকতে পারে গ্রামে । বিশেষ করে নদী তীরবর্তী এলাকার যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেখানে । এই পরিস্থিতিতে নদী বাঁধ জোড়ার কাজ কেমন হচ্ছে, কতটা অগ্রগতি হয়েছে তা খতিয়ে দেখার জন্যে পাথরপ্রতিমা পৌঁছন সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী । তাঁর সঙ্গে ছিলেন সুন্দরবন জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি ও পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা ।

এদিন গোবদিয়া, বিদ্যাধরী নদী এলাকার বিভিন্ন গ্রামের অবস্থা খতিয়ে দেখেন তিনি । বহু জায়গায় দেখা গিয়েছে, নদীর পাড় ভেঙে বেরিয়ে গিয়েছে । নদীর পাড়ের মাটি ভেঙে চলে এসেছে । বেশ কতকগুলি জায়গায় কংক্রিটের বাঁধ ভেঙে গিয়েছে । এদিন মন্ত্রী সেচ দফতরের আধিকারিকদের জানিয়ে দিয়েছেন অত্যন্ত দ্রুত বাঁধ মেরামতির কাজ করতে হবে । যে সমস্ত জায়গায় পাকাপাকি ভাবে এই কাজ করতে সময় লাগবে সেখানে অস্থায়ী ভাবেও যে কাজ করা হচ্ছে তা যেন মজবুত হয় ।

শুক্রবার থেকে ভরা কোটাল শুরু হচ্ছে । গ্রামবাসীরা ভয়ে রয়েছে যদি আবার নতুন করে জল ঢোকে তাহলে তাদের অবস্থা আরও খারাপ হবে । একাধিক জায়গায় নদীর পাড়ে বাঁধ মেরামতির কাজ শুরু হয়ে গিয়েছে । জেসিবি , ড্রেজিং এনে মাটির ক্ষয় আটকানোর চেষ্টা, বাঁধ মেরামতির চেষ্টা চলছে । সেই কাজ কিছু দিনের মধ্যেই শেষ করা যাবে বলে জানিয়েছেন আধিকারিকরা । নদীর জল বাড়তে শুরু করায় উত্তর গোপালনগর, গোবিন্দপুরের মতো গ্রামের বাসিন্দারা রীতিমতো দুশ্চিন্তায় । গ্রামের বাসিন্দা দিলীপ মন্ডল জানালেন, " চাষের জমি নোনা জল ঢুকে নষ্ট হয়ে গিয়েছে । ভয়ে আছি আবার ক্ষতি না হয় ।" অপর বাসিন্দা ভীম চরণ দাস বলেন, "নদী বাঁধ হচ্ছে হবে শুনে আসছি।  মন্ত্রী নিজে এসে দেখে গেলেন । আশা করি এবার সমস্যা মিটবে ।"

ABIR GHOSHAL

Published by:Shubhagata Dey
First published:

Tags: Sundarban, Suvendu Adhikary