#হাওড়া: তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন। বলে এসেছেন, 'মানুষের জন্য কাজ করতে চাই'। এহেন রাজীব বন্দ্যোপাধ্য়ায়ের এবার নিজের আসন ডোমজুড় কেন্দ্র থেকে প্রেস্টিজ ফাইট৷ এ বারের বিধানসভা নির্বাচনে যে প্রার্থীদের ঘিরে সবথেকে বেশি চর্চা, তাঁদের মধ্যে অন্যতম রাজীব। তৃণমূল সরকারের আমলে প্রায় দশ বছর মন্ত্রী থাকা রাজীব বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে মনোনয়ন পত্রও জমা দিয়েছেন। কিন্তু ডোমজুড়ে এবার রাজীবের জন্য কঠিন লড়াই। কেন? কারণ খোলসা করছেন রাজীব নিজেই।
সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনী রাজীবের মতে, 'আমি একটি সংখ্যালঘু অধ্যুষিত আসন থেকে লড়াই করছি। আর আমি জেনেবুঝেই এই চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আমি আবার ডোমজুড় থেকেই জিতব। আর মুসলিম মানুষরাও রয়েছেন আমার পাশে।' প্রসঙ্গত, ডোমজুড়ে ৪০ শতাংশ মুসলিম ভোট রয়েছে।
যদিও রাজীবের কথায়, 'ভরসা রাখুন। সব ঠিক আছে। আমি এই এলাকার সবার বাড়ির ছেলে, আমি সকলের আত্মীয়। আমি সবাইকে চিনি। তাঁরা জানেন, দশ বছর ধরে আমি তাঁদের পাশে ছিলাম। আর আমি কখনও জাত-ধর্ম নিয়ে রাজনীতি করিনি। আমার কাছে সবাই সমান।'
তাঁকে বলা হচ্ছে আরেক শুভেন্দু, এ নিয়ে কী বলছেন মমতার একদা সৈনিক? রাজীবের দাবি, 'আমার সঙ্গে তৃণমূলের ব্যবহার দেখুন। শেষদিকে আমাকে কোনও কাজই করতে দেওয়া হয়নি। তাই আমাকে সিদ্ধান্ত নিতেই হত। আমার কিছু স্বপ্ন আছে, আমি তা দলকে বারবার বলেছি। কিন্তু তাঁরা আমাকে কোনও সাহায্য করেননি। প্রত্যেকেই চায় স্বচ্ছন্দে কাজ করতে। আমি বিজেপিতে সেটা করতে পারছি।'
দিনকয়েক আগেই মনোনয়ন পত্র জমা দিয়েছেন রাজীব। সেই হলফনামা অনুযায়ী, তাঁর হাতে নগদ ১৯,৭৮০ টাকা রয়েছে৷ আর তাঁর স্ত্রীর হাতে রয়েছে ১০ হাজার টাকা৷ তাঁর অস্থাবর সম্পত্তির মধ্যে ৩০৮.২৬ গ্রাম সোনা রয়েছে৷ আর তাঁর স্ত্রীর কাছে রয়েছে ৩৫৩.৫৬ গ্রাম সোনা৷ ডোমজুড়ের বিজেপি প্রার্থীর স্থাবর সম্পত্তির বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩৯,৬৫,০০০ টাকা৷ তবে কোনও কৃষি বা অকৃষি জমির মালিক নন ডোমজুড়ের বিজেপি প্রার্থী৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rajib Banerjee, West Bengal Assembly Election 2021, West Bengal Election 2021