এ দিন হুগলির পুরশুড়ায় তৃণমূল প্রার্থী দিলীপ যাদবের সমর্থনে প্রচারে যান যাদবপুরের তৃণমূল সাংসদ৷ হুগলির পুরশুড়ায় তৃণমূল প্রার্থী দিলীপ যাদবের সমর্থনে প্রচারে যান মিমি৷ প্রচারের জন্য হুডখোলা একটি জিপ রাখা হয়েছিল৷ প্রার্থী দিলীপ যাদবকে নিয়ে সেই গাড়িতে দাঁড়িয়েই জনতার উদ্দেশে হাত নাড়ছিলেন মিমি৷ তখনই আচমকা বিপত্তি ঘটে৷
গাড়িতে থাকা মাইকের সঙ্গে রাখা ভারী মেশিন মিমির পায়ের উপরে এসে পড়ে৷ তড়িঘড়ি ছুটে আসেন তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা৷ অভিনেত্রী সাংসদের পায়ে বরফ দেওয়া হয়৷ তবে চোট লাগলেও দমেননি মিমি৷ নিজের পায়ে ব্যথা কমার স্প্রে লাগিয়েফের প্রচারে অংশ নেন তিনি৷ তবে এবার আর হুডখোলা জিপে নয়৷ তাঁর জন্য রাখা অন্য একটি গাড়িতে বসেই প্রচার সারেন তিনি৷ চিলাডিঙ্গি থেকে বালিপুর পর্যন্ত প্রচার সারেন অভিনেত্রী সাংসদ৷ মিমিকে দেখতে রাস্তার দু' পাশে এ দিন ভিড় উপচে পড়েছিল৷ বিপুল জনসমাগম দেখে আপ্লুত মিমিও৷
Bapan Santraনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mimi Chakraborty, TMC, West Bengal Assembly Election 2021