হোম /খবর /দক্ষিণবঙ্গ /
গন্তব্যে না পৌঁছে চারদিন ধরে ঘুরছে শ্রমিক স্পেশাল ! বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের !

গন্তব্যে না পৌঁছে চারদিন ধরে ঘুরছে শ্রমিক স্পেশাল ! বীরভূমে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের !

photo source collected

photo source collected

তাঁদের অভিযোগ, গত চারদিন ধরে তাঁদের ঘোরাচ্ছে ট্রেনটি, কিন্তু তাঁদের বর্ধমান, নিজেদের গন্তব্যে পৌঁছাচ্ছে না।

  • Last Updated :
  • Share this:

#বীরভূম: বীরভূমের সাঁইথিয়া রেল স্টেশনে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের। গত ২৮শে মে গুজরাট থেকে পরিযায়ী শ্রমিক নিয়ে পশ্চিমবাংলার উদ্দেশ্যে রওনা হয়েছিলো শ্রমিক স্পেশাল ট্রেন। এই ট্রেনটিতে বর্ধমানের প্রায় ৫০ জন শ্রমিক ছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, মালদহের শ্রমিকরা ছিলেন। এই শ্রমিক স্পেশাল ট্রেন সাঁইথিয়া স্টেশনে অন্য একটি ট্রেনকে পাস দেওয়ার জন্য দাঁড়াতেই, শ্রমিকরা নেমে পড়েন স্টেশনে। তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন ট্রেনের গার্ডকে।

তাঁদের অভিযোগ, গত চারদিন ধরে তাঁদের ঘোরাচ্ছে ট্রেনটি, কিন্তু তাঁদের বর্ধমান, নিজেদের গন্তব্যে পৌঁছাচ্ছে না। ঠিকমতো খাবার পাচ্ছেন না ওই শ্রমিকরা। আজকে তাঁরা আবার জানতে পারেন ট্রেনটি অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে । এই অভিযোগে প্রায় আধঘন্টা ধরে চলে বিক্ষোভ। এরপর গার্ডের সঙ্গে উর্দ্ধতন কর্তৃপক্ষের কথার পর ট্রেনটি বর্ধমানের উদ্দেশ্যে রওনা হয়।

Published by:Piya Banerjee
First published:

Tags: Birbhum, Lockdown, Migrant workers, Train