#মুর্শিদাবাদ: ভিনরাজ্যে গিয়ে ফের মৃত্যু হল মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের (Migrant worker)। মৃতের নাম সফিকুল ইসলাম। মুর্শিদাবাদের রানীনগর থানার অন্তর্গত নম্বরপুর গ্রামের বাসিন্দা। কেরলে ইলেকট্রিকের কাজ করত সে। রবিবার কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। সহকর্মীরা স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সোমবার হাসপাতালেই মৃত্যু হয় তার। মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছাতেও কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা।
পেট বড়ো বালাই, পেটের দায়েই পরিবার পরিজন ছেড়ে মুম্বই, কেরল, তামিলনাড়ু সহ অন্যান্য ভিনরাজ্যে পাড়ি দেয় মুর্শিদাবাদ জেলার একাধিক পরিযায়ী শ্রমিক। জেলায় কাজ নেই তাই বাধ্য হয়েই পাড়ি দিতে হয় ভিনরাজ্যে। শিল্পবিহীন মুর্শিদাবাদের এটাই যেন প্রথা হয়ে দাঁড়িয়েছে। অভাবের সংসারে দুটো রোজগারের আশায় ৪মাস আগে কেরলের এরনাকুলামে একটি বেসরকারি কোম্পানিতে ইলেকট্রিক মিস্ত্রীর কাজে গিয়েছিল মুর্শিদাবাদের রানীনগর থানার অন্তর্গত নস্করপুর গ্রামের বাসিন্দা সফিকুল ইসলাম। রবিবার পোলে ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পোলের মধ্যে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সহকর্মীরা স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসা শুরু হয় তার। কিন্তু সোমবার ভোরে হাসপাতালেই মৃত্যু হয় তার। মৃত্যুর খবর বাড়ি এসে পৌঁছাতেই শোকেরা ছায়া নেমে আসে পরিবার সহ গোটা এলাকা জুড়ে। বৃদ্ধ বাবা মোজাম্মেদ সরকার বলেন, রবিবার আমার ছেলে পোলে ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
আরও পড়ুন - Viral News: ‘বাপের বয়সী’ পুরুষকে বিয়ে করে চুটিয়ে সংসার, 25 year-র ছোট-বড় এই দম্পতি
সোমবার ভোরে ফোনে জানতে পারি আমার ছেলের মৃত্যু হয়েছে। দাদা মাসুদ আহম্মেদ বলেন, বছর দুয়েক থেকে কন্ট্রাকটরদের সঙ্গে ইলেকট্রিকের কাজে ভিনরাজ্য কাজে যায়। চার মাস আগে কেরলের এরনাকুলামে গিয়েছিল। ওর সহকর্মীরা ফোন করে জানাই আমার ভাই আর বেঁচে নেই। মৃতদেহ গ্রামে ফেরানোর প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন - Viral Video: লক্ষ লক্ষ টাকার Breast Surgery, অস্ত্রোপচারে বদলে গেল Ex Adult Star Mia Khalifa-র শরীর
পরিবারের সদস্য মিলন জানান, এনাকুলমে বেসরকারি বিদ্যুৎ কোম্পানির ঠিকাদার অধীনে কাজে করতেন। তবে গত দুই বছর ধরে কাজ করলেও গত চার মাস আগে শেষ বাড়ি এসেছিলেন। দেহ ফিরে আসার অপেক্ষা আমরা সময় কাটাচ্ছি।
Pranab Kumar Banerjee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kerala, Migrant Worker