#বীরভূম: ফের বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল রেললাইনে হেঁটে আসা পরিযায়ী শ্রমিকরা। এমারজেন্সি ব্রেক মেরে রেলের ইন্সপেকশন ভ্যান থামাল চালক। বীরভূমের নলহাটির জগধারী ব্রিজের কাছের রেল লাইনের ঘটনা। জানা গিয়েছে ২০ জনের ওই পরিযায়ী শ্রমিকের দলের মধ্যে রয়েছে বেশ কিছু শিশু ও মহিলা। ওই শ্রমিকের দল বর্ধমানে চাষের কাজে গিয়েছিল ঝাড়খন্ডের বারহারওয়া থেকে। লক ডাউনের ফলে তারা আটকে যায় বর্ধমানে। গত কয়েকদিন আগে তারা বর্ধমান থেকে ঝাড়খণ্ডের বারহারওয়ার নিজের বাড়ির উদ্দেশ্যে হাঁটা দেয়। বর্ধমান থেকে তারাপীঠ রোড স্টেশন পর্যন্ত তারা রাস্তায় রাস্তায় হেঁটে আসে।
স্থানীয় মানুষজন তাদের জিজ্ঞাসা করতে তারা রাস্তা ছেড়ে রেললাইন ধরে হাটার বুদ্ধি করে গন্তব্যে তাড়াতাড়ি পৌছানোর জন্য। সেই মত শুক্রবার দুপুর থেকে তারা রেল লাইন ধরে হাঁটতে থাকে। রাতের দিকে তারা যখন নলহাটির জগধারী ব্রিজের কাছে পৌঁছায় সেই সময় উল্টো দিক থেকে আসা রেলের একটি ইন্সপেকশন ভ্যান তাদেরকে রেল লাইনের উপর দেখে ইমারজেন্সি ব্রেক মেরে ইন্সফেকসান ভ্যান দাঁড় করায়। জানা গিয়েছে ওই ভ্যান রামপুরহাট স্টেশন থেকে ঝাড়খন্ডের পাকুড় গিয়েছিল রেললাইন পরীক্ষার জন্য, ফেরার পথে এই ঘটনা। ওই পরিযায়ী শ্রমিকদের আপাতত নলহাটিতে একটি আশ্রয়স্থলে রেখেছে বীরভূম জেলা প্রশাসন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Birbhum, Migrant labour, Train Accident